South Africa Vs Australia: ২০ বছর পর ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

Published : Nov 16, 2023, 10:10 PM ISTUpdated : Nov 16, 2023, 11:01 PM IST
Australia

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে দুর্দান্ত লড়াই হল। চোকার্স হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিল।

২০০৩ সালের পর ২০২৩, ফের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই হতে চলেছে। ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। এবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বদলা নেওয়ার সুযোগ। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে চলতি ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এদিন হেরে গেলেও, দুর্দান্ত লড়াই করল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার জয় সহজ হল না। বৃষ্টিভেজা ইডেনে লো-স্কোরিং ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠল। ক্রিকেটের নন্দনকাননে অসাধারণ পরিবেশে বাংলার ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ সেমি-ফাইনাল উপভোগ করলেন।

ফের ভারত-অস্ট্রেলিয়া

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালেও ভারত-অস্ট্রেলিয়া লড়াই হচ্ছে। প্রথম ম্যাচে চিপকে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে প্রাথমিক ব্যাটিং বিপর্যযের পর বিরাট কোহলি ও কে এল রাহুলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে জয় পায় ভারত। এবার ফাইনালে জয় পেতে হলে দলের সবাইকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেতে পাঁচবারের চ্যাম্পিয়নদের যথেষ্ট পরিশ্রম করতে হল। লো-স্কোরিং ম্যাচেও দুর্দান্ত লড়াই হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই রান টপকাতে অস্ট্রেলিয়ার লাগল ৪৭.২ ওভার। ৬২ রান করেন ওপেনার ট্রেভিস হেড। দুর্দান্ত বোলিং করেন গ্লেন ম্যাক্সওয়েল। উইকেট না পেলেও, ১০ ওভারে মাত্র ৩৫ রান দেন এই অফস্পিনার। ১০ ওভারে ১টি মেডেন-সহ ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৮ ওভারে ৩টি মেডেন-সহ ১২ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। তিনিই এদিনের সেরা বোলার। ৯.৪ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ৫ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেভিস হেড।

বিফলে ডেভিড মিলারের লড়াই

দক্ষিণ আফ্রিকা ২৪ রানে ৪ উইকেট হারানোর পর অসাধারণ লড়াই করেন ডেভিড মিলার ও হেইনরিখ ক্লাসেন। ১১৬ বলে ১০১ রান করেন মিলার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ৪৮ বলে ৪৭ রান করেন ক্লাসেন। অন্য কোনও প্রোটিয়া ব্যাটার বিশেষ লড়াই করতে পারেননি। এরপর অবশ্য অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষরক্ষা হল না। ঠান্ডা মাথায় জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Cricket Team: বিশ্বকাপ ফাইনাল খেলতে মুম্বই থেকে আমেদাবাদে ভারতীয় দল, দেখুন ভিডিও

World Cup Final: রবিবার বিশ্বকাপ ফাইনালে নিজের নামাঙ্কিত মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী

Mohammed Shami: 'মরে যাব তবু দেশের সঙ্গে বেইমানি করব না,' ৫ বছর আগে বলেছিলেন শামি, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে