সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ শামি। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন এই পেসার।
স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তখন ঝামেলা চরমে। শামির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন হাসিন। এর মধ্যে একটি অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে খারাপ বোলিং করেছেন শামি। এই অভিযোগের জবাব দেন শামি। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলার সময় আমার পারফরম্যান্সের সঙ্গে আপস করার যে অভিযোগ আনা হয়েছে তার জবাবে বলতে পারি, দেশের সঙ্গে বেইমানি করার চেয়ে আমার মনে যাওয়া ভালো। দেশের সঙ্গে আমার বন্ধন কেউ টলিয়ে দিতে পারবে না। আমি ভারতীয় সেনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।’ বুধবার ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে শামির অসাধারণ পারফরম্যান্সের পর ৫ বছর আগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শামির অসাধারণ প্রত্যাবর্তন
কিছুদিন আগেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না শামি। এমনকী, চলতি ওডিআই বিশ্বকাপের শুরুতেও খেলার সুযোগ পাচ্ছিলেন না এই পেসার। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর খেলার সুযোগ পান শামি। তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন এই পেসার। তিনিই প্রথম ভারতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচে ৭ উইকেট নিলেন। এখন চলতি ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছেন শামিই। ৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন এই পেসার। বোলিংয়ের গড় ৯.১৩। সবচেয়ে বেশি উইকেট নেওয়া ১০ জন বোলারের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন শামিই। তিনি যদি শুরু থেকে খেলার সুযোগ পেতেন, তাহলে উইকেট সংখ্যা তিনের ঘরে পৌঁছে যেতে পারত। সেমি-ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের পর ফাইনালেও ভারতীয় দলের ভরসা শামি।
শামির প্রশংসায় বিক্রম রাঠোর
সেমি-ফাইনালের পর শামির প্রশংসা করে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, ‘শামি একজন বিশেষ বোলার। ও সত্যিই ভালো বোলিং করছে। আমাদের দল যে কম্বিনেশনে খেলার পরিকল্পনা করেছিল, তার ফলেই প্রথম কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পায়নি শামি। ওকে খেলার সুযোগ দেওয়া কঠিন ছিল। ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতেই হবে। শামি যখন খেলার সুযোগ পাচ্ছিল না, সেই সময়েও ও মানসিকভাবে ভালো জায়গায় ছিল। হার্দিক (পান্ডিয়া) চোট পাওয়ার পর আমরা জানতাম, ব্যাটিং বিভাগের শক্তি একটু কমে যাচ্ছে। তারপর থেকে আমরা চারজন বোলারকে নিয়ে কঠোর পরিশ্রম করছি। ওরা ব্যাটিং অনুশীলনও করছে। চারজন বোলারই প্রচুর পরিশ্রম করছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
David Beckham: ক্রিকেট মাঠে ফুটবলের 'ফ্রি কিক স্পেশালিস্ট'ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
Team India: এবারের বিশ্বকাপে শামির বোলিং স্মরণীয় হয়ে থাকবে, প্রশংসা প্রধানমন্ত্রীর
India Vs New Zealand: শামির ৭ উইকেট, ৭০ রানে জিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত