ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে এসে গেল দক্ষিণ আফ্রিকা দল

ক্রিকেটে প্রথমসারির দলগুলির অন্যতম দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি প্রোটিয়ারা। তারা একাধিকবার বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে গিয়েছে। এবারের ওডিআই বিশ্বকাপেও ফেভারিট হিসেবে ধরা হচ্ছে না দক্ষিণ আফ্রিকাকে।

Soumya Gangully | Published : Sep 25, 2023 3:50 PM IST
17
ওডিআই বিশ্বকাপ খেলতে সোমবার ভারতের মাটিতে পা রাখল দক্ষিণ আফ্রিকা দল

ভারতের মাটিতে ১৯৯৬ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভালো ফল হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার সাফল্যের আশায় প্রোটিয়ারা।

27
আইপিএল-এ খেলার অভিজ্ঞতা ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার আইপিএল-এ খেলেন। ফলে তাঁরা ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই অভিজ্ঞতাই এবার ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে চান প্রোটিয়া ক্রিকেটাররা।

37
এবারের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে আছেন টেম্বা বাভুমা

টেম্বা বাভুমার নেতৃত্বে কুইন্টন ডি কক, ডেভিড মিলার, হেইনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদার মতো পরিচিত ক্রিকেটাররা ভারতে ওডিআই বিশ্বকাপ খেলবেন।

47
এবারের ওডিআই বিশ্বকাপে 'চোকার্স' বদনাম ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

এখনও পর্যন্ত কোনওবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভালো দল নিয়েও বারবার ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা।

57
ওডিআই বিশ্বকাপের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে বিব্রত দক্ষিণ আফ্রিকা

চোটের জন্য ভারতে আসতে পারেননি অ্যানরিখ নর্খিয়ে, সিসান্দা মাগালা। তাঁদের পক্ষে ওডিআই বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। ফলে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

67
এবারের ওডিআই বিশ্বকাপে অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, লিজার্ড উইলিয়ামসের উপর ভরসা করছে দক্ষিণ আফ্রিকা

অ্যানরিখ নর্খিয়ে ও সিসান্দা মাগালার পরিবর্তে অ্যান্ডিল ফেলুকওয়ায়ো ও লিজার্ড উইলিয়ামসকে দক্ষিণ আফ্রিকা দলে নেওয়া হয়েছে।

77
৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা

২৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। তারপর অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos