ICC Men's T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং, এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক কামিন্সের

ক্রিকেটের ২ ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। এবারের টি-২০ বিশ্বকাপেও তাঁর ভালো পারফরম্যান্স অব্যাহত।

এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। শুক্রবার সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন কামিন্স। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন কামিন্স। তিনি পরপর ৩ বলে মাহমুদুল্লাহ, মাহেদি হাসান ও তাওহিদ হৃদয়ের উইকেট নেন। গ্রুপে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে খেলেননি কামিন্স। সেই ম্যাচে তিনি বিশ্রাম নেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরেই নজির গড়লেন এই তারকা অলরাউন্ডার। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪০ রান করেই থেমে গেল বাংলাদেশ।

আলাদা ওভারে হ্যাটট্রিক কামিন্সের

Latest Videos

এদিন বাংলাদেশের ইনিংসের ১৮-তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহকে বোল্ড করে দেন কামিন্স। এই ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পাকে ক্যাচ দিয়ে ফিরে যান মাহেদি। এরপর ২০-তম ওভারে ফের বোলিং করতে যান কামিন্স। এই ওভারের প্রথম বলে জশ হ্যাজেলউডকে ক্যাচ দেন হৃদয়। এদিন ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স।

ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স কামিন্সের

এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন কামিন্স। তিনি দলকেও সাফল্য এনে দিচ্ছেন। ২০২৩ সালে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ জেতান কামিন্স। দু'বারই ফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসেবেও ভালো পারফরম্যান্স দেখান কামিন্স। তাঁর দল আইপিএল ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় হায়দরাবাদ। তবে কামিন্সের ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত। তিনি টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে খেলছেন না। তবে তাতে পারফরম্যান্সের হেরফের হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম

India Vs England: ২৫ জানুয়ারি ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচ, সূচি ঘোষণা বিসিসিআই-এর

United States Vs South Africa: বিফলে নাইট রাইডার্স তারকার লড়াই, আমেরিকার বিরুদ্ধে জয় দক্ষিণ আফ্রিকার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার