প্রত্যাশিতভাবে সহজ জয় দিয়েই টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের অভিযান শুরু করল ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড বজায় রাখলেন রোহিত শর্মারা।
আফগানিস্তানকে সহজেই ৪৭ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায় শুরু করল ভারতীয় দল। টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব এবং সেরা বোলার জসপ্রীত বুমরার অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই সহজ জয় পেল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে সূর্যকুমারের অর্ধশতরানের সুবাদে ৮ উইকেটে ১৮১ রান করে ভারত। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে গেল আফগানিস্তান। অসামান্য বোলিং করলেন বুমরা। তাঁর পাশাপাশি আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজাও ভালো বোলিং করলেন। দলগত পারফরম্যান্সের সুবাদেই সুুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ভারত।
সূর্যকুমারের অসাধারণ ইনিংস
এদিন ভারতের ইনিংসে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান সূর্যকুমার। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৫৩ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। সূর্যকুমারের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে ৩২ রান করেন। ২৪ বলে ২৪ রান করেন বিরাট কোহলি। ১১ বলে ২০ রান করেন ঋষভ পন্থ। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন ফজলহক ফারুকি। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন নবীন-উল-হক।
বুমরার বিধ্বংসী বোলিং
ব্রিজটাউনের কেনসিংটন ওভালের পিচে ১৮২ রানের টার্গেট তাড়া করা মোটেই সহজ নয়। আফগানিস্তান এই টার্গেটের ধারেকাছেও পৌঁছতে পারল না। কোনও ব্যাটারই বড় রান পেলেন না। ৪ ওভারে ১টি মেডেন-সহ ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরা। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন জাডেজা। ফলে সহজ জয় পেল ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: ২৫ জানুয়ারি ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচ, সূচি ঘোষণা বিসিসিআই-এর
Team India: খালি গায়ে বিচ ভলিবলে বিরাটরা, সুপার এইটের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভাইরাল ভিডিও