Bangladesh Vs Netherlands: ডাচদের হারিয়ে সুপার এইটের আশায় বাংলাদেশ

এবারের টি-২০ বিশ্বকাপে এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারত। এবার বাংলাদেশও সুপার এইটের যোগ্যতা অর্জন করার পথে।

Soumya Gangully | Published : Jun 13, 2024 6:26 PM IST / Updated: Jun 14 2024, 12:36 AM IST

চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে সুপার এইটের যোগ্যতা অর্জনের আশায় থাকল বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছেন শাকিব আল-হাসানরা। রবিবার গ্রুপ ডি-তে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় পেলেই সুপার এইটের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। গ্রুপ ডি-তে এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট পেয়েছে নেপাল। শুক্রবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নেপাল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাই জয় পাবে বলে মনে করছে ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ শিবিরও নেপালের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় চাইছে। কারণ, নেপাল জিতলে চাপে পড়ে যাবে বাংলাদেশ।

শাকিবের ব্যাটিংয়ে জয় বাংলাদেশের

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন শাকিব। তিনি ৯টি বাউন্ডারি মারেন। ওপেনার তানজিদ হাসান ২৬ বলে ৩৫ রান করেন। ২১ বলে ২৫ রান করেন মাহমুদুল্লাহ। ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন জাকের আলি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১), লিটন দাস (১), তাওহিদ হৃদয় (৯) বড় রান পাননি। নেদারল্যান্ডসের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন আরিয়ান দত্ত। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন পল ভ্যান মিকেরেন। ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন টিম প্রিঙ্গল।

ব্যাটিং ব্যর্থতায় হার ডাচদের

রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান করে নেদারল্যান্ডস। ওপেনার মাইকেল লেভিট করেন ১৮ রান। অপর ওপেনার ম্যাক্স ওডোড করেন ১২ রান। বিক্রমজিৎ সিং করেন ২৬ রান। সিব্র্যান্ড এনগেলব্রেখট করেন ৩৩ রান। এডওয়ার্ডস করেন ২৫ রান। তবে ২ বলে খেলেই আউট হয়ে যান ব্যাস ডে লিডে (০)। ২ রান করেই আউট হয়ে যান লগ্যান ভ্যান বিক। ১ রান করেন প্রিঙ্গল। ১৫ রান করে অপরাজিত থাকেন আরিয়ান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১ উইকেট করে নেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব ও মাহমুদুল্লাহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup 2024: ভারী বৃষ্টি, হড়পা বানের পূর্বাভাস, ফ্লোরিডা থেকে ম্যাচ সরানোর দাবি

Pakistan: ভারতের সাহায্য পেয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছতে পারবে পাকিস্তান?

Rohit Sharma: 'এখানে খেলা সহজ নয়, স্বস্তি পেলাম', সুপার এইট নিশ্চিত হওয়ার পর বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা