নিউ ইয়র্কের মাঠে 'বিরাট' উন্মাদনা! স্লোগান উঠল 'অনুষ্কা লাভস কোহলি', দেখুন ভিডিও

বিরাট কোহলি, যে নামের সঙ্গে জুড়ে আছে একাধিক রেকর্ড। আবার যে নামের সঙ্গে জুড়ে আছে বিতর্ক এবং মজাও।

Subhankar Das | Published : Jun 13, 2024 11:17 AM IST / Updated: Jun 13 2024, 04:48 PM IST

বিরাট কোহলি, যে নামের সঙ্গে জুড়ে আছে একাধিক রেকর্ড। আবার যে নামের সঙ্গে জুড়ে আছে বিতর্ক এবং মজাও।

এবার সেই বিরাটকেই দেখা গেল আরেক রুপে। বিদেশের সর্বত্রই বিরাট কোহলির (Virat Kohli) ভক্তরা তাঁকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন। সেইসঙ্গে, তাঁর সাথে মজা করার মেজাজেও থাকেন অনেকে। সেই দৃশ্যই আবার ধরা পড়ল নিউ ইয়র্কের মাটিতে। বলা যেতে পারে, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে সেই ছবিই আবার ধরা পড়ল।

Latest Videos

নিউ ইয়র্কের (New York) নাসাউ স্টেডিয়ামে বুধবার, টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম আমেরিকা (USA)। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আমেরিকা তোলে মাত্র ১১০ রান। আর্শদীপ সিং (Arshdeep Singh) একাই নেন ৪ উইকেট। চার ওভার হাত ঘুরিয়ে, মাত্র ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন এই তরুণ পেসার। তাঁকে যোগ্য সঙ্গত দেন হার্দিক (Hardik Pandya)। তিনি চার ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।

১১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিরাট কোহলির (Virat Kohli) উইকেট হারায় ভারত (India)। তারপর অল্প রানে আউট হয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)।তবে সাময়িক চাপ সামলে ম্যাচে ফেরে ভারত। অর্ধশতরান করে ভারতকে ম্যাচ জিতিয়ে ফেরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সঙ্গী হন শিবম দুবে (Shivam Dube)। তিনিও অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আর এই ম্যাচ চলাকালীনই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভক্তরা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে মজার মজার স্লোগান দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং চলাকালীন কোহলি যখন বাউন্ডারিতে দাঁড়িয়ে, তখন স্ট্যান্ডে উপস্থিত কোহলি ভক্তরা তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে মজার মজার স্লোগান দিতে শুরু করেন। যেমন ‘১০ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি।’ তারপর ভক্তরা স্লোগান দেন ‘দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভস কোহলি।’

সবমিলিয়ে ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই, মাঠের বাইরেও কোহলি ফ্যানদের তুমুল উন্মাদনা চোখে পড়ল।

 

 

আরও পড়ুনঃ

T-20 Cricket World Cup: বিশ্বক্রিকেটে প্রথমবার! ৫ রান পেনাল্টি পেলেন রোহিতরা, কিন্তু কেন?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
'বাংলায় এবার শুধু চাকরিই চাকরি' দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
'সরকার বন্যা দুর্গতদের পাশে কোনোদিনই দাঁড়ায়নি, উল্টে কেন্দ্রের টাকা লুট করেছে' বিস্ফোরক Dilip