Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের

Published : May 03, 2024, 02:04 AM ISTUpdated : May 03, 2024, 02:22 AM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে নেই কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং। তিনি অবশ্য রিজার্ভে আছেন। এই ব্যাটারের দলে না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে রিঙ্কু সিংকে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্নের বাউন্সার সামলাতে হল বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকরকে। সেই সময় তাঁর পাশেই ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে ১৫ জনের দলে কেন রাখা হল না রিঙ্কুকে? আগরকরের ব্যাখ্যা, ‘এটাই হয়তো আমাদের আলোচনায় সবচেয়ে কঠিন বিষয় ছিল। রিঙ্কু কোনও ভুল করেনি। শুবমান গিলও কোনও ভুল করেনি। রিঙ্কু যে দলে নেই, এতে ওর কোনও দোষ নেই। আমাদের দলের কম্বিনেশনের কারণেই ওদের দলে রাখা সম্ভব হয়নি। রোহিতের কাছে যাতে আরও অপশন থাকে, সেই কারণেই ২ জন রিস্ট স্পিনারকে দলে রাখা হয়েছে। দলে ২ জন উইকেটকিপার আছে। আমাদের একজন অতিরিক্ত বোলার দরকার ছিল। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। রিঙ্কু রিজার্ভে আছে। এতেই বোঝা যাচ্ছে ও ১৫ জনের দলে থাকার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু দিনের শেষে আমরা দলে মাত্র ১৫ জনকেই নিতে পারি।’

কেন দলে হার্দিক পান্ডিয়া?

রিঙ্কুর বাদ পড়া নিয়ে যেমন ক্রিকেট মহলে আলোচনা চলছে, তেমনই মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে আগরকর বলেছেন, ‘ও যতক্ষণ ফিট আছে, ও কী করতে পারে আমরা জানি। ও দলে কতটা ভারসাম্য এনে দেয়, সেটাও আমরা জানি। আমার মনে হয় না ওর বিকল্প আছে। ও একজন ক্রিকেটার হিসেবে যা করতে পারে, সেটা অন্য কেউ পারে না। বিশেষ করে ও যেভাবে বোলিং করে, তাতে দলে ভারসাম্য আসে। আমার মনে হয়, এর ফলে আরও কম্বিনেশন বাছাই করার সুযোগ পাবে রোহিত। ফলে হার্দিকের ফিটনেস অত্যন্ত জরুরি। আমাদের সৌভাগ্য যে ও আইপিএল চলাকালীন ফিট আছে।’

 

 

৪ স্পিনারকে দলে চেয়েছিলেন রোহিত

রোহিত বলেছেন, ‘আমি দল বাছাই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না। আমি দলে ৪ জন স্পিনারকে চেয়েছিলাম। অনেক ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। এটাও ৪ জন স্পিনারকে দলে রাখার কারণ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup: কোন যুক্তিতে টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? নির্বাচকদের তোপ ক্রিকেটপ্রেমীদের

Rinku Singh: তৈরি ছিল আতসবাজি-মিষ্টি, উৎসবের সুযোগই পেল না রিঙ্কু সিংয়ের পরিবার

ICC Men's T20 World Cup: 'আউট অফ দিস ওয়ার্ল্ড,' প্রকাশিত টি-২০ বিশ্বকাপের অ্যান্থেম

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?