টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত আইসিসি। মাঠের বাইরেও সবরকম প্রস্তুতি চলছে। টি-২০ বিশ্বকাপের প্রচারও চলছে জোরকদমে।

ক্রিস গেইল, উসেইন বোল্ট, শিবনারায়ণ চন্দ্রপলদের উপস্থিতিতে প্রকাশিত হল এবারের টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম। এই গান গেয়েছেন গ্র্যামি জেতা শিল্পী শন পল ও সকা সুপারস্টার কেস। এই গানের নাম দেওয়া হয়েছে ‘আউট অফ দিস ওয়ার্ল্ড।’ এবারের টি-২০ বিশ্বকাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার মানুষ এই গান পছন্দ করবেন বলে আশায় শিল্পীরা। একইসঙ্গে অন্য দেশগুলির ক্রিকেটপ্রেমীদেরও টি-২০ বিশ্বকাপের অ্যান্থেম পছন্দ হবে বলে আশা করা হচ্ছে। ১ জুন টি-২০ বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে। তার আগে এই গান প্রকাশ্যে আনা হল। ইতিমধ্যেই অলিম্পিক্সে একাধিক রেকর্ড গড়া কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্টকে টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নিয়োগ করে প্রচার শুরু হয়ে গিয়েছে। ভারতের হয়ে টি-২০, ওডিআই বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংকেও এবারের টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার করা হয়েছে। এই টুর্নামেন্ট যাতে সফল হয়, সেই চেষ্টা করছে আইসিসি।

জনপ্রিয় হবে মিউজিক ভিডিও, আশায় আইসিসি

টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমের পাশাপাশি মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। এই অ্যান্থেম প্রযোজনা করেছেন মাইকেল 'ট্যানো' মন্টানো। এই মিউজিক ভিডিওতে বোল্ট, গেইল, শিবনারায়ণ চন্দ্রপল, স্টেফানি টেলরকে দেখা যাচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বোলার আলি খান এবং ওয়েস্ট ইন্ডিজের একাধিক বিশিষ্ট ব্যক্তিকেও এই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে।

Scroll to load tweet…

অ্যান্থেম নিয়ে আশাবাদী পল

পল বলেছেন, ‘আমি চিরকাল বিশ্বাস করে এসেছি, ক্রিকেটের মতোই গানেরও মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তি আছে। গানের মাধ্যমে সবাই একত্রিত হয়ে উদযাপন করতে পারেন। এই গানের মধ্যে ইতিবাচক শক্তি, ক্যারিবিয়ান গর্ব আছে। আমার আশা, সবাই এই গান শুনতে শুরু করবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলিতে দর্শকরা সবাই একসঙ্গে এই গানের তালে নাচবেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Cricket: টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ২ শিশুর!

Yuvraj Singh: টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নির্বাচিত যুবরাজ সিং

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার উসেইন বোল্ট