India Vs Ireland: ফর্মে হার্দিক-ঋষভ, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজেই আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় দল। ফলে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থদের আত্মবিশ্বাস বেড়ে গেল।

আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় দল। এই ম্যাচে ভারতের সেরা প্রাপ্তি সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা এবং দীর্ঘদিন পর খেলতে নামা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ভালো ব্যাটিং। অধিনায়ক রোহিত শর্মা, দলের সেরা পেসার জসপ্রীত বুমরাও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভালো ব্যাটিং করতে পারলেন না বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। তবে তাতে ভারতীয় দলের জয় পেতে সমস্যা হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান বিরাট। তিনি রবিবারও ভালো ব্যাটিং করবেন বলে আশায় দল।

রোহিতের দুরন্ত অর্ধশতরান

Latest Videos

এদিন ভারতের বোলারদের দাপটে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৯৭ রানের টার্গেটে পৌঁছতে ভারতীয় দলের লাগল ১২.২ ওভার। ওপেন করতে নামেন রোহিত ও বিরাট। ৫ বল খেলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান বিরাট। ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন রোহিত। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ঋষভ। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৪ বলে ২ রান করে আউট হয়ে যান সূর্যকুমার। ২ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন শিবম দুবে।

ভারতের দুরন্ত বোলিং

ভারতের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান বুমরা। ৩ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। ৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ ওভার বোলিং করে ৩ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

দেবীর আরাধনার সঙ্গেই ক্রিকেট, নিউ ইয়র্কের কালী মন্দিরে এবার দেখা যাবে রোহিতদের ম্যাচ

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজ মানি, কত অর্থ পাবে চ্যাম্পিয়ন দল?

T20WC: 'তিন সিনিয়র দলের ভারসাম্য নষ্ট করছে', কোচ দ্রাবিড়কে সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় তারকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today