সংক্ষিপ্ত

বুধবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগেই দলের দুর্বল দিক তুলে ধরলেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, টি-২০ র‍্যাঙ্কিংয়ে গত ৩ বছর ধরে শীর্ষে থাকা ব্যাটার সূর্যকুমার যাদবের জন্য ভারতীয় দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমনই দাবি করলেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি এই ৩ তারকা ক্রিকেটারের ব্যাপারে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে সতর্কও করে দিয়েছেন। ইরফান বলেছেন, ‘হার্দিক (পান্ডিয়া) যদি ৩-৪ ওভার বোলিং করে দিতে পারে, তাহলে অলরাউন্ডারের অভাব নিয়ে ভারতীয় দলের সমস্যা অনেকটাি কমে যাবে। রোহিত (শর্মা), বিরাট (কোহলি), সূর্যকুমার যাদবের মতো আমাদের অন্য ব্যাটাররা বোলিং করতে পারে না। এর ফলে ভারতীয় দল কমজোরি হয়ে পড়ছে। ওদের মধ্যে কেউ যদি বোলিং করতে পারত, তাহলে তাহলে দলের উপকার হত। আমরা অস্ট্রেলিয়ার কথা বলি। এমনকী, ইংল্যান্ড দলেও সেরা ৭ জন খেলোয়াড়ের মধ্যে অনেকেই অলরাউন্ডার। মইন আলি, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকসের মতো অলরাউন্ডার আছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতে পারে এমন খেলোয়াড় দলে থাকা সবসময় ভালো। সেদিক থেকে আমরা অবশ্যই কমজোরি।’

বোলিং করবেন যশস্বী?

ভারতীয় দলের ২ তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে এবারের টি-২০ বিশ্বকাপে বোলিং করবেন বলে মত ইরফানের। এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াড় যশস্বী জয়সোয়াল নেটে বোলিং করে। কিন্তু ও এখনও ম্যাচে বোলিং করেনি। আইপিএল-এর সময় শিবম দুবেও বলে, ও নেটে নিয়মিত বোলিং করছে। ও বিশ্বকাপে ১-২ ওভার বোলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

কোন কম্বিনেশনে খেলবে ভারতীয় দল?

ইরফানের মতে, ‘ভারতের যে দল নির্বাচিত করা হয়েছে, তাতে দুটো কম্বিনেশনে খেলা যেতে পারে। একটি কম্বিনেশনে অক্ষর প্যাটেল-সহ ৬ জন বোলারকে খেলানো যায়। তাতে ব্যাটিং লাইনআপে গভীরতা বাড়বে। অন্য কম্বিনেশনে যশস্বী ও শিবমকে দিয়ে বোলিং করানো যেতে পারে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট কোহলির নিরাপত্তায় ঘোড়সওয়ার পুলিশ, ভাইরাল ভিডিও

India Vs Bangladesh: ঋষভ-হার্দিকের দুরন্ত পারফরম্যান্স, বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম ছুঁল ৮.৪ লক্ষ টাকা