ICC Men's T20 World Cup 2024: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ২০০৭ সালে সাধারণ খেলোয়াড় হিসেবে টি-২০ বিশ্বকাপ জেতার পর ২০২৪ সালে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে এই টুর্নামেন্ট জিতিয়েছেন।
টি-২০ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি, রবিবার সেই ম্যাচের স্মৃতিচারণায় রোহিত শর্মা
২০২৪ সালের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। রবিবার সেই জয়ের এক বছর পূর্ণ হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের সুখস্মৃতিতে ডুবে রোহিত।
210
গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে স্নায়ুর চাপে ভুগছিলেন, জানালেন রোহিত শর্মা
'আমি সারারাত ঘুমোতে পারিনি। আমি শুধু বিশ্বকাপের কথা ভাবছিলাম।' টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগের রাতের কথা জানিয়েছেন রোহিত শর্মা। তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন।
রোহিত শর্মা জানিয়েছেন, 'সকাল সাড়ে আটটা থেকে ন'টার মধ্যে আমাদের হোটেল থেকে বেরনোর কথা ছিল। তবে আমার ঘুম ভাঙে সকাল সাতটায়। আমি মাঠ দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল, দু'ঘণ্টা পরেই ওখানে যাব। চার ঘণ্টা পরেই ফল নির্ধারিত হয়ে যাবে। হয় কাপ থাকবে না হয় থাকবে না।'
510
২০১১ সালের ১৩ বছর পর বিশ্বকাপ জয়, গর্বিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা
গত বছর টি-২০ বিশ্বকাপ জয় প্রসঙ্গে রোহিত শর্মা বলেছেন, ‘১৩ বছর দীর্ঘ সময়। বেশিরভাগ খেলোয়াড়ই ১৩ বছর ধরে খেলার সুযোগ পায় না। আমাকে ২০০৭ সালে বিশ্বকাপ জেতার পর দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আমার কাছে এর চেয়ে বড় কিছু আর হয় না।’
610
স্নায়ুর চাপে হোক বা অন্য কোনও কারণে, টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভালো ব্যাটিং করতে পারেননি রোহিত শর্মা
টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৫ বল খেলে ৯ রান করেন রোহিত শর্মা।
710
অধিনায়ক রোহিত শর্মা ভালো ব্যাটিং করতে না পারলেও, লড়াই করার মতো স্কোর করে ভারতীয় দল
টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারতীয় দল।
810
টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ রানে জয় পায় ভারতীয় দল
ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।
910
রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জুটির হাত ধরে ১১ বছর পর আইসিসি টুর্নামেন্ট জয় ভারতীয় দল
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। ২০২৪ সালে আইসিসি টুর্নামেন্টের খরা কাটে।
1010
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতীয় দলকে জেতান সূর্যকুমার যাদব
টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতীয় দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব।