সংক্ষিপ্ত
টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে প্রথম ২ ম্যাচেই সহজ জয় পেল ভারতীয় দল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত।
সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশ ক্রিকেট দলকে তীব্র ব্যঙ্গ করল পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল জয় পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে ট্রোল করল পশ্চিমবঙ্গ পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, একটি বাঘ হাপুস নয়নে কাঁদছে এবং ভারতীয় ক্রিকেটাররা আনন্দ করছেন। এর সঙ্গে লেখা হয়েছে, ‘বাঘবন্দী খেলা’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। বাংলার ক্রিকেটপ্রেমীরা পশ্চিমবঙ্গ পুলিশের এই পোস্ট দেখে উল্লসিত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাংলাদেশকে কটাক্ষ করছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বাংলাদেশে যেরকম ভারত-বিরোধিতা দেখা গিয়েছিল, তাতে অনেকেই ক্ষুব্ধ হন। এবার টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল বাংলাদেশকে হারানোর পর পাল্টা ব্যঙ্গ করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি
বিসিসিআই-এর সহায়তা পেয়েই আড়াই দশক আগে টেস্ট খেলার স্বীকৃতি পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় দলই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলে। কিন্তু ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জয় পাওয়ার পর থেকেই দু'দেশের ক্রিকেট-সম্পর্কের অবনতি ঘটতে থাকে। নিজেদের দলকে 'টাইগার' আখ্যা দেওয়া বাংলাদেশ শিবির ভাবতে শুরু করে, তাদের দল দারুণ শক্তিশালী। যদিও এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে কোনও বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ক্রিকেটে সাফল্যের বিচারে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনাই হয় না। যদিও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সে কথা মানতে নারাজ। নিজেদের দল ভারতের বিরুদ্ধে জয় না পেলেও, অন্য দলের বিরুদ্ধে ভারতের হারের অপেক্ষায় থাকে বাংলাদেশ।
টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে ভারত
শনিবার বাংলাদেশকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে ভারত। রবিবার অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে শেষ ম্যাচের আগেই ভারতের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Bangladesh: টাইগারদের 'মূষিক অবতার', বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত