আইপিএল-এর প্রথম মরসুম থেকেই বিদেশি ক্রিকেটাররা বিপুল বেতন পাচ্ছেন। ২ মাস খেলেই তাঁরা কোটপতি হয়ে যাচ্ছেন। এবার এই ব্যবস্থায় রাশ টানতে চলেছে বিসিসিআই।
আগামী সপ্তাহেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। আগামী মঙ্গলবার বা বুধবার বৈঠক হতে পারে। বৈঠকের দিন এখনও ঠিক না হলেও, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্তাদের তৈরি থাকতে বলেছে বিসিসিআই। মুম্বইয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্তাদের সঙ্গে বিসিসিআই কর্তাদের বৈঠকে হতে পারে বলে জানা গিয়েছে। সাধারণত এরকম বড়মাপের বৈঠক হয় কোনও পাঁচতারা হোটেলে। কিন্তু এবার মুম্বইয়ে বিসিসিআই-এর নতুন অফিসে বৈঠক হতে চলেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈর হওয়া নতুন অফিসে আইপিএলস ফ্র্যাঞ্চাইজিগুলির কর্তাদের আমন্ত্রণ জানাচ্ছে বিসিসিআই। নতুন অফিস ঘুরিয়ে দেখানোর পাশাপাশি আইপিএল নিয়ে আলোচনাও হবে।
বৈঠকে কোন বিষয়ে আলোচনা হবে?
বিসিসিআই সূত্রে খবর, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্তাদের সঙ্গে মূলত নিলাম, প্লেয়ার রিটেনশন ও ক্রিকেটারদের বেতন নিয়ে আলোচনা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার থেকে মোট ১২০ কোটি টাকা খরচ করতে পারবে। আগামী ৩ বছরের জন্য এই নিয়ম কার্যকর হতে চলেছে। যে ক্রিকেটার সর্বাধিক বেতন পাবেন, তিনি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেটের ১৬ থেকে ১৭ শতাংশ পাবেন। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৯০ কোটি টাকা খরচ করলে সর্বাধিক বেতন হতে পারে ১৫ কোটি টাকা। যে ক্রিকেটারদের ধরে রাখবে ফ্র্যাাঞ্চাইজিগুলি, তাঁদের মধ্যে সর্বাধিক বেতন হতে পারে ২০ কোটি টাকা। যদিও আলোচনার পরেই সব ঠিক হবে।
কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইউজিগুলি?
কয়েকটি ফ্র্যাঞ্চাইজিরক পক্ষ থেকে বৈঠকের আগেই বিসিসিআই-কে জানানো হয়েছে, প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে নিয়ম বেঁধে দেওয়া উচিত। অল্প কয়েকজন ক্রিকেটারকেই যাতে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি, সেই নিয়ম চালু করা হোক। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আইপিএল সিইও হেমাঙ্গ আমিন। এবার আনুষ্ঠানিকভাবে বৈঠক হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Hardik Pandya: ফিটনেসই একমাত্র কারণ? হার্দিককে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখ্যা আগরকরের
ডিভোর্স দিয়ে প্রায় পথে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া! জানেন কত খোরপোষ দিতে হবে নাতাশাকে?