India Vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং, বড় স্কোরের লক্ষ্যে ভারত

Published : Jun 20, 2024, 07:34 PM ISTUpdated : Jun 20, 2024, 08:09 PM IST
India vs Afghanistan

সংক্ষিপ্ত

আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনও ফর্ম্যাটেই ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের প্রথম ম্যাচে জয়ই ভারতের লক্ষ্য। গ্রুপে কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেনি ভারতীয় দল। এবার বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে আফগানিস্তানের বিরুদ্ধে বড় স্কোরের লক্ষ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টসে জিতে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। এখন আবহাওয়া ঠিক আছে। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। পিচে ঘাস নেই। ফলে ম্যাচ যত গড়াবে পিচ ততই মন্থর হয়ে যাবে বলে মনে হচ্ছে। এখানকার পিচ নিউ ইয়র্কের চেয়ে অনেক ভালো। আমাদের দ্রুত পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা এখানে ২ দিন ধরে আছি। আমরা অনেক ক্রিকেট খেলেছি। এই ধরনের পরিবেশে আমাদের কী করতে হবে, সেটা বুঝে নিতে হবে। এখানে সকালে ম্যাচ শুরু হচ্ছে। অন্য জায়গায় সাধারণত সন্ধেবেলা ম্যাচ শুরু হয়। আমরা এখানে খেলা উপভোগ করি।’

ভারতীয় দলে পরিবর্তন

আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। মহম্মদ সিরাজের জায়গায় খেলছেন কুলদীপ যাদব। ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা। আফগানিস্তান দলেও একটি পরিবর্তন হয়েছে। করিম জানাতের পরিবর্তে খেলছেন হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তান দলে আছেন- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জার্দান, হজরতউল্লাহ জাজাই, গুলাবদিন নায়েব, নাজিবুল্লাহ জার্দান, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নবীন-উল-হক ও ফজলহক ফারুকি।

ভারতের ভরসা বোলিং বিভাগ

চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বুমরা, অক্ষর, আর্শদীপরা। আফগানিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ভারতের বোলাররা। পার্থক্য গড়ে দিতে পারেন কুলদীপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Bangladesh: শনিবারের পর ফের ভারত-বাংলাদেশ লড়াই, কবে? কোথায়? সূচি প্রকাশ বিসিসিআই-এর

United States Vs South Africa: বিফলে নাইট রাইডার্স তারকার লড়াই, আমেরিকার বিরুদ্ধে জয় দক্ষিণ আফ্রিকার

Team India: খালি গায়ে বিচ ভলিবলে বিরাটরা, সুপার এইটের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভাইরাল ভিডিও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে