India Vs Afghanistan: কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে, আফগানিস্তানের সঙ্গে খেলতে পারবেন রোহিতরা?

Published : Jun 20, 2024, 04:40 PM ISTUpdated : Jun 20, 2024, 05:12 PM IST
India vs Afghanistan 2nd T20I Live Score

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও হানা দিয়েছে বৃষ্টি। ফলে ভারত-আফগানিস্তান ম্যাচ ভালোভাবে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আবহাওয়ার কারণে গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলতে পারেনি ভারতীয় দল। এর ফলে অবশ্য প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচ। সুপার এইট পর্যায়ের এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভালো। তবে আফগানিস্তানের অনেক ক্রিকেটারই আইপিএল-এ খেলেন। ফলে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তাঁরা ভালোভাবে পরিচিত। রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খানদের বিরুদ্ধে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের লড়াই সহজ না-ও হতে পারে। যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

বার্বাডোজের আবহাওয়া কেমন?

বৃহস্পতিবার বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারত-আফগানিস্তান ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ম্যাচ চলাকালীন আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা খুবই কম। ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে ম্যাচ শুরু হওয়ায় পিচের চরিত্র বদলের সম্ভাবনা নেই। পুরো ৪০ ওভারই পিচ একরকম আচরণ করবে বলে আশা করা হচ্ছে।

বড় স্কোরের লক্ষ্যে ভারতীয় দল

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ থেকে সাহায্য পাননি ভারতীয় ব্যাটাররা। কোনও ম্যাচেই বড় স্কোর হয়নি। বিশেষ করে বিরাট কোহলির ব্যর্থতা চোখে পড়েছে। কেনসিংটন ওভালের পিচ থেকে সাহায্য পেতে পারেন ব্যাটাররা। ফলে বিরাট বড় রান পাবেন বলে আশায় ভারতীয় শিবির। ভারতের বোলিং বিভাগ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। বিশেষ করে বুমরা, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া বিপক্ষের ব্যাটারদের চাপে ফেলে দিচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধেও একইরকম পারফরম্যান্সের লক্ষ্যে ভারতের বোলাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

United States Vs South Africa: বিফলে নাইট রাইডার্স তারকার লড়াই, আমেরিকার বিরুদ্ধে জয় দক্ষিণ আফ্রিকার

Team India: খালি গায়ে বিচ ভলিবলে বিরাটরা, সুপার এইটের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভাইরাল ভিডিও

ICC Men's T20 World Cup: সুপার এইটে কবে, কাদের বিরুদ্ধে ম্যাচ ভারতের?

PREV
click me!

Recommended Stories

রঞ্জি ট্রফি ২০২৫-২৬: ফের ব্যর্থ শুবমান গিল, ২ দিনেই সৌরাষ্ট্রের কাছে হার পাঞ্জাবের
IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?