India Vs Bangladesh: লিটন দাস আউট হতেই নক-আউট পাঞ্চ, কী বললেন রোহিত শর্মা?

গত কয়েক বছরে ভারত-পাকিস্তান ম্যাচের মতোই উত্তেজক হয়ে উঠেছে ভারত-বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের ভারত-বিরোধিতাই এর কারণ। স্বভাবতই বাংলাদেশকে হারিয়ে উচ্ছ্বসিত ভারতীয় শিবির।

টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মেজাজ হারিয়ে বসলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের ওপেনার লিটন দাস আউট হতেই শূন্যে ঘুঁষি ছুড়তে দেখা গেল ভারতের অধিনায়ককে। তিনি লিটনের উদ্দেশ্যে কিছু মন্তব্যও করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ভারতের ক্রিকেটপ্রেমীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। রোহিত সাধারণত মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন না। তিনি ঠান্ডা মেজাজেই থাকেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রোহিতের আবেগের বিস্ফোরণ দেখা গেল। লিটনের উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই উইকেট হারানোর পরেই বাংলাদেশের ইনিংস নড়বড়ে হয়ে যায়। টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারেনি বাংলাদেশ। সহজ জয় পেল ভারত। এই ম্যাচ জিতে সেমি-ফাইনালের দিকে অনেকটা এগিয়ে গেলেন রোহিতরা।

রোহিতের আগ্রাসী মেজাজ

Latest Videos

শনিবারের ম্যাচে শুরু থেকে শেষপর্যন্ত ভারতীয় দলেরই দাপট ছিল। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেই ভারতের হাতের মুঠোয় চলে আসে ম্যাচ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। ওপেন করতে নেমে রোহিত ১১ বলে ২৩ রান করেন। অপর ওপেনার বিরাট কোহলি ২৮ বলে ৩৭ রান করেন। ২৪ বলে ৩৬ রান করেন ঋষভ পন্থ। ২৪ বলে ৩৪ রান করেন শিবম দুবে। ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ব্যাটারদের সবার চেষ্টাতেই বড় স্কোর করে ভারত। এরপর আর জয় নিয়ে চিন্তা করতে হয়নি।

 

 

ভারতের বোলারদের দাপট

জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, আর্শদীপ সিংদের বোলিং সামাল দেওয়ার ক্ষমতা ছিল না বাংলাদেশের ব্যাটারদের। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ১৩ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Bangladesh: 'বাঘবন্দি খেলা,' টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর বাংলাদেশকে ট্রোল পশ্চিমবঙ্গ পুলিশের

India Vs Bangladesh: টাইগারদের 'মূষিক অবতার', বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত

ICC Men's T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং, এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক কামিন্সের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের