India Vs Bangladesh: টাইগারদের 'মূষিক অবতার', বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত

Published : Jun 22, 2024, 11:16 PM ISTUpdated : Jun 22, 2024, 11:47 PM IST
Kuldeep Yadav

সংক্ষিপ্ত

২০১১ সালের ওডিআই বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলকে 'সাধারণ' আখ্যা দিয়েছিলেন বীরেন্দ্র সেহবাগ। ১৩ বছর পরেও সেই তকমা ঝেড়ে ফেলতে ব্যর্থ শাকিব আল-হাসানরা।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর সারা বাংলাদেশে উৎসব শুরু হয়ে গিয়েছিল। ভারতের হারে উল্লাস প্রকাশ করছিলেন বাংলাদেশের মানুষ। কেউ বলছিলেন, 'ভারত হেরে গেলে বন্য আনন্দ হয়,' আবার কেউ বলছিলেন, 'সব জায়গায় ভারতের হার চাই।' কিন্তু অন্য দলের বিরুদ্ধে ভারতের হারে আনন্দ পেলেও, নিজেদের দলের জয় উদযাপন করার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের মানুষ। টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের ম্যাচে বাংলাদেশের মুখে ঝামা ঘষে দিয়ে সহজ জয় পেল ভারত। এই হারের ফলে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। ভারতীয় দল সেমি-ফাইনালে প্রায় নিশ্চিত হয়ে গেল। রবিবার অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে শেষ ম্যাচের আগেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত।

হেলায় বাংলাদেশকে হারাল ভারত

শনিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে হেরে খুশি হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। ১৯৭ রানের টার্গেট তাড়া করার ক্ষমতা বাংলাদেশ দলের নেই। নিজেদের 'টাইগার' বললেও, ক্রিকেটে শক্তির নিরিখে যে আসলে বিড়াল, সেটা ফের দেখিয়ে দিল বাংলাদেশ দল। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করেই থেমে গেলেন শান্তরা। ফলে ৫০ রানে জয় পেল ভারত।

সব বিভাগেই বাংলাদেশকে টেক্কা দিল ভারত

ভারতের হয়ে সর্বাধিক ৫০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি করেন ৩৭ রান। রোহিত করেন ২৩ রান। শিবম দুবে করেন ৩৪ রান। ঋষভ পন্থ করেন ৩৬ রান। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন কুলদীপ যাদব। ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন এই স্পিনার। ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Bangladesh: বারবার বৃষ্টিতে বন্ধ ম্যাচ, সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

ICC Men's T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং, এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক কামিন্সের

India Vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং, বড় স্কোরের লক্ষ্যে ভারত

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে
IND vs NZ 2nd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ