চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত যে তিনটি দল অপরাজিত, তাদের অন্যতম ভারত। সুপার পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে রোহিত শর্মারা।
বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে জেতা জরুরি। ফলে প্রথমে ব্যাটিং করা ভারতীয় দলের পক্ষে ভালোই হতে পারে। বড় স্কোরের লক্ষ্যে বিরাট কোহলি, রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেননি বিরাট। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করার পরেও অর্ধশতরানের অনেক আগেই থেমে যান তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোরই বিরাটের লক্ষ্য। গত ম্যাচে রোহিত দ্রুত আউট হয়ে যান। ভারতের অধিনায়কও এদিন বড় রান করতে মরিয়া।
অপরিবর্তিত ভারতীয় দল
এই ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলার সুযোগ দেওয়া হবে বলে জল্পনা চলছিল। কিন্তু ভারতীয় দলে কোনও বদল হয়নি। এই ম্যাচে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা। বাংলাদেশ দলে বদল হয়েছে। এই ম্যাচে খেলছেন না তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে খেলছেন- তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাওহিদ হৃদয়, শাকিব আল-হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
টসে হেরে খুশি রোহিত
টসের পর ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম। আমরা প্রথমে ব্যাটিংই করছি। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। রোদ কতটা থাকছে এবং উইকেট মন্থর হয়ে যাচ্ছে কি না সেটার উপর ব্যাটিং নির্ভর করছে। দ্রুত পরিস্থিতি বুঝে নেওয়া জরুরি। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ভয় পেলে চলবে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম