India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

Published : Jun 10, 2024, 12:26 PM ISTUpdated : Jun 10, 2024, 12:58 PM IST
Pakistan-fan-sold-his-tractor-to-buy-ticket-of-ind-vs-pak

সংক্ষিপ্ত

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয় নিশ্চিত। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ছাড়া প্রতিবারই জয় পেয়েছে ভারত। প্রতিবারই জয়ের আশায় স্টেডিয়ামে গিয়ে হতাশ হতে হয় পাকিস্তানিদের।

ট্র্যাক্টর বিক্রি করে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন। যথারীতি জয় পেয়েছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পর হতাশায় ভেঙে পড়তে দেখা গেল পাকিস্তানের এই সমর্থককে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম ছিল বেশ চড়া। অন্য কোনও জায়গা থেকে অর্থ জোগাড় করতে না পেরে ট্র্যাক্টর বিক্রি করে দেন এই ক্রিকেটপ্রেমী। ট্র্যাক্টর বিক্রি করে তিনি পাকিস্তানি মুদ্রায় প্রায় সাড়ে আট লক্ষ টাকা পান। এই টাকার পুরোটাই জলে গেল। ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারল না পাকিস্তান। বাবর আজমদের এই পারফরম্যান্স দেখে হতাশ পাকিস্তানিরা। যে ব্যক্তি ট্র্যাক্টর বিক্রি করে ম্যাচ দেখতে গিয়েছিলেন, তাঁর হতাশা বাকিদের চেয়ে একটু বেশিই।

ক্রিকেটের জন্য রুজি-রোজগারের সঙ্গে আপস!

এই পাকিস্তানি ক্রিকেটপ্রেমী জানিয়েছেন, 'টিকিটের দাম ছিল ৩,০০০ মার্কিন ডলার। এই অর্থ জোগাড় করার জন্য আমি ট্র্যাক্টর বিক্রি করে দিই। আমরা যখন ভারতের স্কোর দেখি, তখন ভাবতেই পারিনি এই ম্যাচে হেরে যাব। আমাদের হাতেই ম্যাচ ছিল। কিন্তু বাবর আজম আউট হয়ে যাওয়ার পরেই সবাই হতাশ হয়ে পড়ে। আমি ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছি।' এই পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে ঘিরে ছিলেন ভারতীয়রা। তাঁরা 'ইন্ডিয়া জিতেগা' স্লোগান দিচ্ছিলেন। ভারত জেতায় সবাই খুশি। তবে এই পাকিস্তানির হতাশা সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

 

 

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পথে পাকিস্তান

চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। ফলে শাহিন শাহ আফ্রিদিদের পক্ষে এই গ্রুপ থেকে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ম্যাচে জয় পেলেই বিদায় নেবে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: স্টেডিয়ামে ফের ভাইরাল দর্শকের প্রতিক্রিয়া, হারের হতাশায় টিভির বদলে তরমুজ ফাটাচ্ছেন পাকিস্তানিরা!

T-20 Cricket World Cup 2024: পরপর দুই ম্যাচে হার, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের

India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে কঠিন লড়াইয়ে পাকিস্তানকে হারানোর নায়ক কারা?

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?