India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে দিতে পারেন সূর্যকুমার, আশায় হরভজন

Published : Jun 08, 2024, 09:30 PM ISTUpdated : Jun 08, 2024, 10:07 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও উত্তেজিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মহারণ হলেও, ভারতে উত্তেজনার আঁচ পাওয়া যাচ্ছে।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান পাননি। তবে তা সত্ত্বেও টি-২০ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদবের উপর ভরসা রাখছেন হরভজন সিং। ভারতীয় দলের হয়ে টি-২০, ওডিআই বিশ্বকাপ জেতা এই প্রাক্তন অফস্পিনারের আশা, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে জিতিয়ে দেবেন সূর্যকুমার। তাঁর প্রশংসা করে হরভজন বলেছেন, ‘সূর্যকুমার যাদব এমন একজন যে এই টুর্নামেন্টে ভারতের জন্য গেম-চেঞ্জার হতে পারে। যদিও গত ম্যাচে ও ভালো ব্যাটিং করতে পারেনি, তবে ও দারুণ পারফরম্যান্স দেখাতে পারে। ও ১০-১৫ বল খেললে টিম ইন্ডিয়াকে জেতানোর মতো রান করে দিতে পারে। ও যে পজিশনেই ব্যাটিং করতে নামুক না কেন, দলের জন্য খেলবে। এই কারণে আমার কাছে এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে সূর্যকুমার যাদব।’

পাকিস্তানের বিরুদ্ধে বড় ইনিংসের অপেক্ষায় সূর্যকুমার

টি-২০ ফর্ম্যাটে গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা ব্যাটার হলেও, পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি সূর্যকুমার। পাকিস্তানের বিরুদ্ধে গত ৪টি টি-২০ ম্যাচে মোট ৫৭ রান করেছেন এই ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ১২৩। এবার শাহিন শাহ আফ্রিদিদের বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে চান সূর্যকুমার। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রবল চাপে পাকিস্তান। এর সুযোগ নিয়ে নাসিম শাহ, ইফতিকার আহমেদদের উপর চাপ বাড়াতে চান সূর্যকুমার

গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাটের ভূমিকা

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভালো পারফরম্যান্স দেখিয়ে এসেছেন বিরাট কোহলি। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও তাঁর জন্যই জয় পায় টিম ইন্ডিয়া। এবারও দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে জেতানোই বিরাটের লক্ষ্য। তাঁর উপর ভরসা করছে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: রবিবার কেমন থাকবে নিউ ইয়র্কের আবহাওয়া? ভালোভাবে হবে ভারত-পাক ম্যাচ?

T-20 Cricket World Cup 2024: পিচ নিয়ে চূড়ান্ত বিতর্ক, ভারত-পাক ম্যাচের আগেই শুরু মেরামতির কাজ

T-20 World Cup 2024: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোন কোন জায়গায় এগিয়ে বিরাটরা? জানুন

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল