সংক্ষিপ্ত

গত এক দশকে যে কোনও আইসিসি টুর্নামেন্টেই সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। এবারের টি-২০ বিশ্বকাপেও ব্যতিক্রম হচ্ছে না। রবিবার নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ।

ক্রিকেট এমন একটা খেলা, যেখানে বড় ভূমিকা পালন করে আবহাওয়া। এবারের টি-২০ বিশ্বকাপেও আবহাওয়া নিয়ে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যায়নি। রবিবারের ম্যাচও ভালোভাবেই হবে বলে আশা করছেন ভারত ও পাকিস্তানের সমর্থকরা। এই ম্যাচ জিতলে সুপার এইটের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। অন্যদিকে, হারলেই পাকিস্তানের গ্রুপ থেকেই বিদায় নেওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। ফলে সম্মানের লড়াই ছাড়াও পয়েন্টের নিরিখেও ভারত-পাকিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার কেমন থাকবে নিউ ইয়র্কের আবহাওয়া?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার নিউ ইয়র্কে বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় নেই। ফলে ভালোভাবেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৬টা থেকে দুপুর দুটো পর্যন্ত মেঘ-বৃষ্টির খেলা চলতে পারে। এই সময় তাপমাত্রা ১৭ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির পূর্বাভাস ৫ শতাংশ। ফলে আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।

ফের পাকিস্তানকে হারানোর লক্ষ্যে ভারত

এবারের টি-২০ বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কে একাধিকবার বৃষ্টি হয়েছে। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি টুর্নামেন্ট চলছে। এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ম্যাচ হয়েছে। এরই মধ্যে বৃষ্টির জন্য ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। ভারত-পাকিস্তান ম্যাচে অবশ্য বিঘ্ন ঘটবে না বলেই আশা করা হচ্ছে। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ফলে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে থেকেই খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T-20 Cricket World Cup 2024: পিচ নিয়ে চূড়ান্ত বিতর্ক, ভারত-পাক ম্যাচের আগেই শুরু মেরামতির কাজ

T-20 World Cup 2024: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোন কোন জায়গায় এগিয়ে বিরাটরা? জানুন

T-20 World Cup 2024: রবিবার ভারত-পাক মহারণ, নজর কাড়তে পারেন কোন কোন ক্রিকেটার?