এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। তা সত্ত্বেও পিচ নিয়ে একেবারেই খুশি নয় ভারতীয় শিবির। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় দলের আপত্তি সত্ত্বেও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। এই স্টেডিয়াম থেকে ম্যাচ সরাতে রাজি হয়নি আইসিসি। কিন্তু এখানকার পিচের যা অবস্থা, তাতে ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ কীভাবে হবে, সেটা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। প্রথম ম্যাচে ব্যাটিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও হাল্কা চোট পান। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে পিচ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রোহিত। তিনি পিচ নিয়ে ক্ষোভপ্রকাশও করেছেন। ভারতীয় দল যে ড্রপ-ইন পিচে খেলতে অভ্যস্ত নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। তবে পিচের অবস্থা যেমনই হোক না কেন, রবিবার ভালো খেলার জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।
পিচ নিয়ে সরব
পিচ প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘কোন পিচে আমরা খেলব সে ব্যাপারে কোনও ধারণাই নেই। আমরা কিউরেটরদের সঙ্গে কথা বলেছি। পিচ কেমন আচরণ করবে, সে ব্যাপারে তাঁরাও সংশয়ে। ভাবুন আমরা কতটা সংশয়ে আছি। বিশেষ করে আমরা যে দেশ থেকে এসেছি সেখানে ড্রপ-ইন পিচে খেলার ব্যাপারে অভ্যস্ত নই।’
নিউ ইয়র্কের পিচ নিয়ে তীব্র সমালোচনা
চলতি টি-২০ বিশ্বকাপে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচগুলি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকেই পিচের সমালোচনায় সরব হয়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন এই স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ হল। এই ম্যাচেও বড় স্কোর হল না। এই স্টেডিয়ামের পিচে কোনও ম্যাচেই বড় স্কোর হচ্ছে না। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘নিউ ইয়র্কের পিচে স্বাধীনভাবে ব্যাটিং করা বা শট খেলা সম্ভব নয়। ফলে আমাদের দেখেশুনে ব্যাটিং করতে হবে। আমি অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলতে চাই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে দিতে পারেন সূর্যকুমার, আশায় হরভজন
India Vs Pakistan: রবিবার কেমন থাকবে নিউ ইয়র্কের আবহাওয়া? ভালোভাবে হবে ভারত-পাক ম্যাচ?
T-20 Cricket World Cup 2024: পিচ নিয়ে চূড়ান্ত বিতর্ক, ভারত-পাক ম্যাচের আগেই শুরু মেরামতির কাজ