Pakistan Vs Ireland: দুর্বল আয়ারল্যান্ডকে হারাতেও কালঘাম ছুটল, লজ্জার টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তানের

Published : Jun 16, 2024, 11:52 PM ISTUpdated : Jun 17, 2024, 12:15 AM IST
Babar Azam-Mohammed Rizwan

সংক্ষিপ্ত

কোনওরকমে জয় দিয়ে এবারের মতো টি-২০ বিশ্বকাপ শেষ করল পাকিস্তান। এই লজ্জাজনক অভিযানের পর পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল দেখা যেতে পারে।

সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা ছবি 'অযোগ্য'। এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল সম্পর্কে অনায়াসে এ কথা বলা যায়। আগেই চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বাবর আজমদের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও হারের আতঙ্ক গ্রাস করেছিল পাকিস্তান দলকে। তবে কোনওরকমে ৩ উইকেটে জয় পেল পাকিস্তান। ১০৭ রানের টার্গেট তাড়া করতে গিয়েই বাবরদের কালঘাম ছুটল। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে ৩ নম্বরে থাকল পাকিস্তান। ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল আয়ারল্যান্ড। এই গ্রুপে একমাত্র আয়ারল্যান্ডই কোনও ম্যাচে জয় পেল না।

পাকিস্তানের লজ্জাজনক ব্যাটিং

দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধেও পাকিস্তানের কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারলেন না। এদিন ওপেন করেননি অধিনায়ক বাবর। তিনি ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ওপেনার মহম্মদ রিজওয়ান করেন ১৭ রান। অপর ওপেনার সায়েম আয়ুবও ১৭ রান করেন। ফকর জামান (৫), উসমান খান (২), শাদাব খান (০), ইমাদ ওয়াসিমরা (৪) ভালো ব্যাটিং করতে পারেননি। আব্বাস আফ্রিদি করেন ১৭ রান। ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি।

গ্যারেথ ডেলানির লড়াই

এদিন ৩২ রানে ৬ উইকেট খুইয়ে বসে আয়ারল্যান্ড। এরপর কিছুটা লড়াই করেন গ্যারেথ ডেলানি। তিনি ১৯ বলে ৩১ রান করেন। মার্ক অ্যাডেয়ার করেন ১৫ রান। ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন জশুয়া লিটল। এর ফলে ৯ উইকেটে ১০৬ রান করে আয়ারল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩ উইকেট করে নেন শাহিন ও ইমাদ। জোড়া উইকেট নেন মহম্মদ আমির। ১ উইকেট নেন হ্যারিস রউফ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Cricket Team: কী কারণে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Azam Khan: পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ফিরবেন না আজম খান! কারণ কী?

Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, বাবর আজমের ডানা ছাঁটছে পিসিবি

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?