Rahul Dravid: আয়ারল্যান্ডকে হারানোর পর নিউ ইয়র্কে বেসবল ম্যাচে রাহুল দ্রাবিড়

Published : Jun 06, 2024, 04:50 PM ISTUpdated : Jun 06, 2024, 05:30 PM IST
Rahul Dravid-Shubman Gill

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজেই আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় শিবিরে ফুরফুরে মেজাজ।

টি-২০ বিশ্বকাপে ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পরেই বেসবল ম্যাচ দেখতে গেলেন রাহুল দ্রাবিড় ও ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা। মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম জনপ্রিয় খেলা বেসবল। নিউ ইর্ক ইয়াঙ্কিস দল অত্যন্ত জনপ্রিয়। এই দলের ম্যাচই দেখতে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ। তাঁর পরনে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের জার্সি দেখা যায়। দ্রাবিড়ের সঙ্গে বেসবল ম্যাচ দেখতে যান ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মাম্বরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। দ্রাবিড় সব ধরনের খেলাই ভালোবাসেন। তিনি কংক্রি়টের গ্যালারিতে বসে জুনিয়র পর্যায়ের ক্রিকেট ম্যাচে ছেলের খেলা দেখেছেন। ফলে নিউ ইয়র্কে বেসবল ম্যাচে গ্যালারিতে দ্রাবিড়কে দেখতে পাওয়া আশ্চর্যের ব্যাপার নয়।

লিগ শীর্ষে নিউ ইয়র্ক ইয়াঙ্কিস

আমেরিকান লিগ ইস্টে পয়েন্ট তালিকার শীর্ষে নিউ ইয়র্ক ইয়াঙ্কিস। এখনও পর্যন্ত ৪৪ ম্যাচে জয় পেয়েছে তারা। হেরে গিয়েছে ১৯ ম্যাচে। পয়েন্ট পার্সেন্টেজ .৬৯৮। দ্রাবিড়রা ইয়াঙ্কি স্টেডিয়ামে যে ম্যাচ দেখতে গিয়েছিলেন সেই ম্যাচে মিনেসোটা ট্যুইনসের মুখোমুখি হয় নিউ ইয়র্ক ইয়াঙ্কিস। এই ম্যাচে ৯-৫ ফলে জয় পেয়েছে ইয়াঙ্কিস। প্রথমবার স্টেডিয়ামে গিয়ে বেসবল ম্যাচ দেখলেন দ্রাবিড় ও তাঁর সতীর্থরা। তাঁরা বেসবল ম্যাচের পরিবেশ দেখে খুশি।

 

 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

বুধবার আয়ারল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ফর্মে ফিরেছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। অসাধারণ বোলিং করেছেন জসপ্রীত বুমরা। উইকেট পেয়েছেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ। অর্ধশতরান করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় দলে বিশেষ চিন্তা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: ছাপিয়ে গেলেন ধোনিকে, টি-২০ ফর্ম্যাটে নতুন নজির রোহিতের

India Vs Ireland: ফর্মে হার্দিক-ঋষভ, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

দেবীর আরাধনার সঙ্গেই ক্রিকেট, নিউ ইয়র্কের কালী মন্দিরে এবার দেখা যাবে রোহিতদের ম্যাচ

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার