ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ নিয়ে বাড়ছে আগ্রহ, আরও টিকিট ছাড়ছে আইসিসি

আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে এত বড়মাপের ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত আইসিসি।

মঙ্গলবার টি-২০ বিশ্বকাপের আরও ১৩টি ম্যাচের টিকিট বিক্রি শুরু করছে আইসিসি। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটেই টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শুরু হবে টিকিট বিক্রি। এর আগে টি-২০ বিশ্বকাপের টিকিট যখন ছাড়া হয়েছিল, তখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গিয়েছিল। এবারও একইরকম আগ্রহ দেখা যাবে বলে আশাবাদী আইসিসি। মঙ্গলবার আরও ১৩টি ম্যাচের টিকিট ছাড়া হলে টি-২০ বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ৫১টি ম্যাচের টিকিটই বিক্রি হয়ে যাচ্ছে। বাকি থাকছে শুধু ৪টি ম্যাচের টিকিট। ১ জুন শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে ২৯ জুন। প্রতিটি ম্যাচ ঘিরেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের যে ম্যাচগুলি হবে, সেগুলির টিকিটের দাম শুরু হচ্ছে ৬ মার্কিন ডলার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ম্যাচগুলি হবে, সেগুলির টিকিটের দাম ৩৫ মার্কিন ডলার থেকে শুরু হবে।

টি-২০ বিশ্বকাপের জন্য অতিরিক্ত টিকিট

Latest Videos

আইসিসি হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি জানিয়েছেন, ‘আমাদের বাণিজ্যিক সহযোগীরা ৫১টি ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট ছাড়তে চলেছে। আমরা এতে আনন্দিত। টি-২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যাতে যত বেশি সম্ভব ক্রিকেটপ্রেমী হাজির থাকতে পারেন, সেটা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।’

টি-২০ বিশ্বকাপের টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে

এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের টিকিটের জন্য ৩০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এটাই প্রমাণ করে দিচ্ছে, টি-২০ বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রচণ্ড আগ্রহ রয়েছে। টি-২০ বিশ্বকাপের টিকিটের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা খাবার, পানীয়, প্রাইভেট স্যুইটের অর্ডারও দিতে পারেন। গ্যালারিতে বসে ম্যাচ দেখার পাশাপাশি আমোদ-প্রমোদের ব্যবস্থাও থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: আইপিএল-এর জন্য আরসিবি-র প্রস্তুতি শিবিরে কবে যোগ দেবেন বিরাট?

Gautam Gambhir: কলকাতায় পৌঁছে গেলেন, পুরনো দলে নতুন ভূমিকায় গৌতম গম্ভীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও