ICC Men's T20 World Cup: সুপার ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র

Published : Jun 07, 2024, 01:31 AM ISTUpdated : Jun 07, 2024, 01:58 AM IST
America USA  Cricket

সংক্ষিপ্ত

ক্রিকেটেও কি এবার বিশ্বে সুপার-পাওয়ার হয়ে উঠতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র? এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ২ ম্যাচ সেই ইঙ্গিতই দিচ্ছে।

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ থেকেই কি বিদায় নেবে পাকিস্তান? প্রথম ম্যাচের পরেই সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে হেরে গেল পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। এরপর অবশ্য কিছুটা ভালো পারফরম্যান্স দেখিয়ে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। অধিনায়ক মনাঙ্ক প্যাটেলের অর্ধশতরানের সুবাদে ৩ উইকেটে ১৫৯ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারতীয় বংশোদ্ভূতদের দাপটেই হার পাকিস্তানের

এদিন পাকিস্তানের হয়ে ভালো ব্যাটিং করেন শুধু অধিনায়ক বাবর আজম (৪৪) ও শাদাব খান (৪০)। মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন নস্টহাশ কেনজিগে। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সৌরভ নেত্রভলকর। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন জসদীপ সিং। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন আলি খান। এরপর ওপেন করতে নেমে ৩৮ বলে ৫০ রান করেন মনাঙ্ক। আন্দ্রিজ গাউস করেন ৩৫ রান। ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন অ্যারন জোনস। ১৪ রান করে অপরাজিত থাকেন নীতীশ কুমার। তিনিই শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ টাই করেন। জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। কিন্তু হ্যারিস রউফের বলে হয় ১৪ রান।

সুপার ওভার বাজিমাত নেত্রভলকরের

সুপার ওভারে ১ উইকেটে ১৮ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর বোলিং করতে যান নেত্রভলকর। তাঁর প্রথম বলে রান করতে পারেননি ইফতিকার আহমেদ। দ্বিতীয় বলে বাউন্ডারি হয়। তৃতীয় বল ওয়াইড হয়। পরের বলে মিলিন্দ কুমারকে ক্যাচ দিয়ে ফিরে যান ইফতিকার। চতুর্থ বল ওয়াইড হয়। পরের বলে লেগ-বাই বাউন্ডারি হয়। পঞ্চম বলে ২ রান করেন শাদাব। শেষ বলে মাত্র ১ রান হয়। ফলে জয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটে পৌঁছে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ভারতের কাছে হারলেই বিদায় নেবে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ নিয়ে মার্কিনীদের মধ্যে আগ্রহ নেই, জানালেন বাঙালি পর্যটক

India Vs Pakistan: পিচ নিয়ে আপত্তি বিসিসিআই-এর, নিউ ইয়র্ক থেকে সরছে ভারত-পাক ম্যাচ?

Babar Azam: 'রোহিত-বিরাটকে দেখে চাপ নিয়ে খেলা শেখা উচিত বাবরের,' বার্তা রশিদ লতিফের

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল