T-20 Cricket World Cup: যাত্রা শেষ! ক্যারিবিয়ানদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিউজিল্যান্ডের

এইজন্যই কি ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা? টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড (New Zealand)।

এইজন্যই কি ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা? টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড (New Zealand)।

গত বেশ কয়েকটি ক্রিকেট বিশ্বকাপে নক-আউট পর্বে উঠলেও জয় পায়নি তারা। আর এই আমেরিকার (USA) মাটিতে কুড়ি বিশের বিশ্বকাপটি (ICC T-20 Cricket World Cup 2024) যেন কার্যত অভিশাপ হয়ে দাঁড়াল কিউয়িদের জন্য।

Latest Videos

মাত্র দুটি ম্যাচ, আর তারপরই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল কেন উইলিয়ামসনদের (Kane Williamson)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে পরাজয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিপক্ষেও হারতে হল ব্ল্যাকক্যাপ্সদের। এইমুহূর্তে দাঁড়িয়ে সুপার এইটে যেতে গেলে, কার্যত অসম্ভব অঙ্কের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই নিউজিল্যান্ডের।

প্রথম ম্যাচে, আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত একপেশেভাবে পরাজিত হয় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করলেও জয় পাননি রাচীন রবীন্দ্ররা (Rachin Ravindra)। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) জিতল ১৩ রানে। আর এই জয়ের ফলে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে নিল ক্যারিবিয়ানরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে, কঠিন পিচেও ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৯ রান। যার পিছনে অনেক বড় অবদান সেরফ্যান রাদারফোর্ডের (Sherfane Rutherford)। তাঁর দুর্দান্ত অর্ধশতরানের সুবাদেই লড়াইয়ের জায়গায় পৌঁছতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। মাত্র ৩৯ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে পড়ে গেছিল। কিন্তু হাল ধরেন রাদারফোর্ড। কার্যত একক দক্ষতায় দলকে দেড়শোর কাছাকাছি রানে পৌঁছে দেন তিনি। সেই ১৫০ রানের লক্ষ্য খেলতে নেমে, ত্রিনিদাদের পিচে শুরু থেকেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে কিউয়িদের। গ্লেন ফিলিপ্স-এর (Glenn Phillips) ৩৩ বলে ৪০ রানের ইনিংসও কাজে আসেনি। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৬ রানে। শেষপর্যন্ত, ১৩ রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।

আরও পড়ুনঃ

T-20 Cricket World Cup: বিশ্বক্রিকেটে প্রথমবার! ৫ রান পেনাল্টি পেলেন রোহিতরা, কিন্তু কেন?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
Puri-র সৈকতে পর্যটকদের ঢেউ! খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বাঙালির শীত উদযাপন, দেখুন
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'মাননীয়া আপনি রেখা পাত্রের কাছে হারবেন', মমতাকে একহাত নিলেন শুভেন্দু | Suvendu on Mamata