T-20 World Cup 2024: আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, জেনে নিন সম্ভাব্য প্রথম একাদশ

ভোট শেষ, ক্রিকেট শুরু। আপামর ভারতবাসী এবার মাতবে ২২ গজের লড়াইতে। বুধবার, নিউ ইয়র্কের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম একাদশে থাকছেন কারা কারা?

ভোট শেষ, ক্রিকেট শুরু। আপামর ভারতবাসী এবার মাতবে ২২ গজের লড়াইতে। বুধবার, নিউ ইয়র্কের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম একাদশে থাকছেন কারা কারা?

বুধবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে, মুখোমুখি হবে দুই দল। আর এই ম্যাচ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হল যে, ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে।

Latest Videos

রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কে? একশ্রেণির মতে বিরাট কোহলি নামবেন। আবার আরেক শ্রেণির মতে যশস্বী জয়সওয়ালকেও দেখা যেতে পারে। সেইসঙ্গে, কতজন স্পিনার খেলানো হবে তাই নিয়েই ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই কুড়ি বিশের ক্রিকেটে রেকর্ড বেশ ভালোই। আর সদ্য আইপিএল শেষ করেই তারা পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে, নিয়মিত ম্যাচের মধ্যেই রয়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। কিন্তু প্রথম একাদশ কি হতে পারে?

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

আমেরিকার পিচে, সিরাজের বল খেলতে সমস্যায় পড়তে পারে প্রতিপক্ষ দল। তাই তাঁকে দলে রাখা হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে, স্পিনার হিসেবে বড় ভূমিকা নিতে পারেন কুলদীপ। সূর্যকুমার যাদব আবার আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে আছেন। সেইসঙ্গে, ঋষভ পন্থ প্রস্তুতি ম্যাচে বেশ ভালো খেলেন। আর শিবম দুবেকে বড় শট খেলার জন্য রাখা হতে পারে দলে।

আর পান্ডিয়া এবং জাদেজা অলরাউন্ডার হিসেবে সঠিকভাবে নিজেদের মেলে ধরলে, ভারতের পক্ষে এই ম্যাচ বের করা অনেক সহজ হয়ে যাবে। অন্যদিকে, এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টার মোবাইল অ্যাপ্লিকেশনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?