ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজ মানি, কত অর্থ পাবে চ্যাম্পিয়ন দল?

এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুগ্মভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে আইসিসি টুর্নামেন্ট।

Soumya Gangully | Published : Jun 3, 2024 2:33 PM IST / Updated: Jun 03 2024, 08:37 PM IST

সোমবার টি-২০ বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ দেওয়া হবে। এবার আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে আইসিসি। এই লভ্যাংশই টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়া দলগুলির সঙ্গে ভাগ করে নিচ্ছে আইসিসি। যে দল এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, তারা ২.৪৫ মিলিয়ন মার্কিন পেতে চলেছে। ফাইনালে যে দল হেরে যাবে তারা ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার পেতে চলেছে। যে ২ দল সেমি-ফাইনালে হেরে যাবে তারা ৭,৮৭,৫০০ মার্কিন ডলার করে পাবে। ফলে ভালো পারফরম্যান্স দেখানো দলগুলি আর্থিকভাবে লাভবান হতে চলেছে।

টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়া সব দলই প্রাইজ মানি পাচ্ছে

এবারের টি-২০ বিশ্বকাপে যে দলগুলি সুপার ৮ পর্যায়ের বেশি এগোতে পারবে না, তারা ৩,৮২,৫০০ মার্কিন ডলার করে পাবে। যে দলগুলি ৯ থেকে ১২-তম স্থানে থাকবে, তারা ২,৪৭,৫০০ মার্কিন ডলার করে পাবে। ১৩ থেকে ২০-তম স্থানে থাকা দলগুলি ২,২৫,০০০ মার্কিন ডলার করে পাবে। এছাড়া প্রতিটি ম্যাচ জয়ের পর পাওয়া যাবে অতিরিক্ত ৩১,১৫৪ মার্কিন ডলার। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য অবশ্য এই অর্থ থাকছে না। এবারের টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে বেশি দল যোগ দিয়েছে। সবচেয়ে বেশি ম্যাচও হচ্ছে এবার। ২৮ দিনে ৫৫টি ম্যাচ হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে ৯টি স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে।

টি-২০ বিশ্বকাপ ফাইনাল বার্বাডোজে

এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে হবে ৪০টি ম্যাচ। এরপর সুপার ৮, সেমি-ফাইনাল ও ফাইনাল হবে। সেমি-ফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো ও গায়ানায়। ফাইনাল ম্যাচ হবে বার্বাডোজে। এই টুর্নামেন্ট সবদিক থেকেই সফল হবে বলে আশায় আইসিসি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T-20 World Cup: 'হয় বিরাট ওপেন করুক, নাহলে আমার টিমে ওর জায়গা হবে না'

T20WC: 'তিন সিনিয়র দলের ভারসাম্য নষ্ট করছে', কোচ দ্রাবিড়কে সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় তারকা

Virat Kohli: মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট কোহলির নিরাপত্তায় ঘোড়সওয়ার পুলিশ, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari | ঘরছাড়া বিজেপি প্রার্থীদের নিয়ে রাজভবনের পথে শুভেন্দু, গাড়ি আটকাল পুলিশ
Suvendu Adhikari : 'কেন্দ্রীয় বাহিনী থাকতেই এই অবস্থা! চলে গেলে ওরা আরও অত্যাচার বাড়াবে!'
Today Horoscope Live : আজ কন্যা, কুম্ভ, বৃশ্চিক, মিথুন ও মেষ রাশির দিন কেমন কাটবে! দেখুন রাশিফল
Suvendu Adhikari : রাজ্যপাল নিজে ডেকেছেন, পুলিশ আটকাল কেন? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari : 'ভালো হলে কৃতিত্ব নিজেদের, খারাপ হলে দায় শুভেন্দুর!' অভিমানী শুভেন্দুর প্রশ্ন!