ICC Test Rankings: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ রোহিত, ৬ নম্বরে বিরাট

কিছুদিন পরেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। তার আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতের দুই সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে প্রথম ১০-এ পৌঁছে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ স্থানে উঠে এলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট ও রোহিত। তাঁদের জন্যই কেপ টাউন টেস্ট সিরিজ জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সেই কারণেই বিরাট ও রোহিতের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হল। বোলারদের মধ্যে প্রথম ৫ জনের মধ্যে ৩ জন ভারতীয় আছেন। শীর্ষে অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৪ নম্বরে জসপ্রীত বুমরা। ৫ নম্বরে রবীন্দ্র জাদেজা। ১৩ ধাপ উন্নতি করে ১৭ নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ।

উল্লেখযোগ্য উন্নতি রোহিতের

Latest Videos

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে রোহিতের উন্নতি উল্লেখযোগ্য। তিনি ৪ ধাপ উন্নতি করে ১০ নম্বরে উঠে এসেছেন। কেপ টাউনের নিউল্যান্ডসে প্রথম ইনিংসে ৩৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬ রান করে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। এই টেস্ট ম্যাচে ১০৬ রানের অসাধারণ ইনিংস খেলার সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম। তিনি ৯ ধাপ উন্নতি করে প্রথম ২০ জন ব্যাটারের তালিকায় চলে এসেছেন। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটার হিসেবে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন মার্করাম।

ভারতের পেসারদের অসাধারণ পারফরম্যান্স

বেশ কিছুদিন ধরেই টেস্টে অসামান্য পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের পেসাররা। দক্ষিণ আফ্রিকা সফরেও এর ব্যতিক্রম হয়নি। কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। এই পারফরম্যান্সের সুবাদে তিনি ১৩ ধাপ উন্নতি করে প্রথম ২০ জন বোলারের মধ্যে জায়গা করে নিয়েছেন। কেপ টাউন টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন বুমরা। তিনি বোলারদের তালিকায় উপরের দিকেই আছেন। সিরাজ ও বুমরার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে কেপ টাউন টেস্টে সহজ জয় পায় ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sandeep Lamichhane: নাবালিকাকে ধর্ষণের দায়ে সন্দীপ ল্যামিছানের ৮ বছরের কারাদণ্ড

Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র