IPL 2024: দেশের বাইরে সরানো হচ্ছে না, ভারতেই হতে চলেছে আইপিএল, ইঙ্গিত বিসিসিআই-এর

এবারের আইপিএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। কিছুদিনের মধ্যেই আইপিএল ২০২৪-এর সূচি ঘোষণা করা হতে পারে।

Soumya Gangully | Published : Jan 10, 2024 11:30 AM IST / Updated: Jan 10 2024, 06:35 PM IST

২২ মার্চ শুরু হতে পারে আইপিএল। এই টি-২০ লিগ চলাকালীন লোকসভা নির্বাচন হওয়ার কথা। ফলে অতীতের মতো এবারও লোকসভা নির্বাচনের সময় দেশের বাইরে আইপিএল-এর ম্যাচগুলি আয়োজন করা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছেন, বিদেশে নয়, দেশের মাটিতেই হবে আইপিএল-এর সব ম্যাচ। এবারের আইপিএল বিদেশে সরিয়ে নিয়ে যাওয়ার কোনওরকম সম্ভাবনা নেই। দেশের সব রাজ্যে একসঙ্গে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে না। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই আইপিএল-এর সূচি ঠিক করতে পারে বিসিসিআই। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করাও হতে পারে।

ভোটের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে বিসিসিআই

Latest Videos

এবারের আইপিএল প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘এবারের আইপিএল দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। দেশের বাইরে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে কোনও আলোচনাই হয়নি। এবারের আইপিএল চলাকালীন চলবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সেই সময় কোনও রাজ্য যদি নিরাপত্তার অভাবের কারণে ম্যাচ আয়োজন করতে রাজি না হয়, তাহলে অন্য রাজ্যে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।’

আইপিএল-এর অন্যতম আকর্ষণ ধোনি

গত মরসুমের আইপিএল-ই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ প্রতিযোগিতা বলে ধরে নিয়েছিল ক্রিকেট মহল। ফলে প্রতিটি ম্যাচেই ধোনিকে ঘিরে দর্শকদের আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিল। তবে আইপিএল ফাইনালের পর ধোনি জানান, তিনি এখনই অবসর নিচ্ছেন না। এবারের আইপিএল-এ খেলার লক্ষ্যেই হাঁটু অস্ত্রোপচার করান সিএসকে অধিনায়ক। তিনি রিহ্যাবের পর অনুশীলনও শুরু করে দিয়েছেন। এই তারকা এবারের আইপিএল-এ খেলবেন বলে আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। আরও অনেক তারকা ক্রিকেটার থাকলেও, আইপিএল-এর অন্যতম আকর্ষণ হতে চলেছেন ধোনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sandeep Lamichhane: নাবালিকাকে ধর্ষণের দায়ে সন্দীপ ল্যামিছানের ৮ বছরের কারাদণ্ড

Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

Mumbai Cricket: ফিল্ডিংয়ের সময় মাথায় লাগল অন্য ম্যাচের বল, মৃত্যু মুম্বইয়ের ব্যবসায়ীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা