Sandeep Lamichhane: নাবালিকাকে ধর্ষণের দায়ে সন্দীপ ল্যামিছানের ৮ বছরের কারাদণ্ড

Published : Jan 10, 2024, 05:23 PM ISTUpdated : Jan 10, 2024, 06:02 PM IST
Sandeep Lamichhane

সংক্ষিপ্ত

সব দেশেই ক্রীড়াবিদরা সমাজে বিশেষ সম্মানের পাত্র। কিন্তু নেপালের ক্রিকেটার সন্দীপ ল্যামিছানে ঘৃণ্য অপরাধ করে নিন্দিত হচ্ছেন।

নাবালিকাকে ধর্ষণের দায়ে নেপালের ক্রিকেটার সন্দীপ ল্যামিছানের ৮ বছরের কারাদণ্ডের রায় দিল কাঠমাণ্ডুর আদালত। বুধবার এই সাজা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হন সন্দীপ। তবে এতদিন তাঁরা সাজা ঘোষণা করা হয়নি। বুধবার সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। নেপালের ন্যাশনাল পিনাল কোড অ্যাক্ট ২০১৭-এর ২১৯ (২) ধারা অনুসারে সন্দীপকে সাজা দেওয়া হল। কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁর সঙ্গে যৌন সংসর্গ করলে বা ১৮ বছরের কম বয়সের কোনও মেয়ের সঙ্গে তার সম্মতি বা সম্মতি ছাড়া যৌন সংসর্গ করলে সাজার কথা বলা হয়েছে এই আইনে। সন্দীপ ৮ বছরের কারাদণ্ডের সাজা পাওয়ায় তাঁর ক্রিকেট কেরিয়ার কার্যত শেষ হয়ে গেল।

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ধর্ষণের দায়ে কারাদণ্ড

২ দশক আগে এক তরুণীকে ধর্ষণের দায়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মাখায়া এনটিনির কারাদণ্ড হয়। যদিও তিনি পরে মুক্তি পেয়ে ফের জাতীয় দলের হয়ে খেলেন। এবার দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ধর্ষণের দায়ে সন্দীপের কারাদণ্ড হল। ২০২২ সালের অগাস্টে কাঠমাণ্ডুর একটি হোটেলে ১৭ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এই ক্রিকেটারের বিরুদ্ধে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেও, এবার কারাদণ্ড হল সন্দীপের। বুধবার বিচারপতি শিশির রাজ ঢাকলের বেঞ্চ এই ক্রিকেটারের সাজা ঘোষণা করেছে। ধর্ষণের শিকার হওয়া তরুণীকে আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছে আদালত। সন্দীপের কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও হয়েছে।

খ্যাতির শিখরে পৌঁছনোর পরেই পতন সন্দীপের

নেপালের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার সন্দীপ। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তিনি নেপালের অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যও পান এই লেগ-স্পিনার। কিন্তু মাঠের বাইরে ঘৃণ্য কার্যকলাপের জন্য তিনি আইনের জালে জড়িয়ে পড়লেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mumbai Cricket: ফিল্ডিংয়ের সময় মাথায় লাগল অন্য ম্যাচের বল, মৃত্যু মুম্বইয়ের ব্যবসায়ীর

Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার