ICC Under-19 Cricket World Cup: উদয়-সচিনের জোড়া শতরান, নেপালকে উড়িয়ে সেমি-ফাইনালে ভারত

Published : Feb 02, 2024, 10:57 PM ISTUpdated : Feb 02, 2024, 11:39 PM IST
Uday Saharan

সংক্ষিপ্ত

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারতীয় দল। যে দলকে সামনে পাচ্ছে উড়িয়ে দিচ্ছে ভারতের যুব দল। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার উদয় সাহারানরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শুক্রবারের ম্যাচে অধিনায়ক উদয় সাহারান ও সচিন ধাসের শতরানের সুবাদে বিশাল ব্যবধানে জয় পেল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৯৭ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ১৬৫ রান করেই থেমে যায় নেপাল। ফলে ১৩২ রানে জয় পেল ভারত। মঙ্গলবার সেমি-ফাইনালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ২০২৩ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবার তাঁদের পরবর্তী প্রজন্ম চ্যাম্পিয়ন হয়েই দেশ ফিরতে চাইছে।

উদয়-সচিনের ব্যাটিংয়ে জয় ভারতের

নেপালের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উদয়। ভারতের টপ অর্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ২১ রান করে আউট হয়ে যান ওপেনার আদর্শ সিং। অপর ওপেনার আর্শিন কুলকার্নি করেন ১৮ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ রান করে রান আউট হয়ে যান প্রিয়াংশু মলিয়া। ৬২ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর সচিনের সঙ্গে জুটি বেঁধে ২১৫ রান যোগ করেন উদয়। তিনি ১০৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন। ১০১ বলে ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১১৬ রান করেন সচিন। ৯ রান করে অপরাজিত থাকেন মুশির খান। নেপালের হয়ে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন গুলশন ঝা। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন আকাশ চাঁদ। 

সৌমী পাণ্ডের দুর্দান্ত বোলিং

নেপালের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। সর্বাধিক ৩৩ রান করেন অধিনায়ক দেব খানাল। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন সৌমী পাণ্ডে। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন আর্শিন। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন রাজ লিম্বানি। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আরাধ্য শুক্লা। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন মুরুগান অভিষেক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: দ্বিশতরানের পথে যশস্বী জয়সোয়াল, ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট ভারতের

Rishabh Pant: 'ধোনির সঙ্গে তুলনার চাপ নিতে পারতাম না, একা ঘরে গিয়ে কাঁদতাম,' জানালেন পন্থ

Ranji Trophy: শিবম দুবের অসাধারণ ইনিংস, ইডেনে রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চাপে বাংলা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?