Yashasvi Jaiswal: দলের জন্য শেষপর্যন্ত খেলে যাওয়াই লক্ষ্য ছিল, জানালেন যশস্বী

ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। বিদেশ সফরে টেস্ট ম্যাচে অভিষেকেই শতরান করার পর এবার দেশের মাটিতেও টেস্টে শতরান করলেন এই তরুণ।

ব্যক্তিগত সাফল্য নয়, দলের কথাই বলছেন যশস্বী জয়সোয়াল। শুক্রবার বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম দিনের নায়ক অবশ্যই ভারতীয় দলের তরুণ ওপেনার। দিনের শেষে তিনি ১৭৯ রান করে অপরাজিত। নিজের ব্যাটিং সম্পর্কে যশস্বী বলেছেন, ‘আমি প্রতিটি সেশন ধরে খেলতে চেয়েছিলাম। ইংল্যান্ডের বোলাররা যখন ভালো বোলিং করছিল, তখন আমি সেই স্পেল কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। শুরুতে উইকেট স্যাঁতস্যাঁতে ছিল। উইকেটে স্পিন ও বাউন্স ছিল। বল কিছুটা সিমও করছিল। তবে আমি আলগা বল পেলে মারার চেষ্টা করছিলাম। শেষপর্যন্ত ব্যাটিং করে যাওয়াই আমার লক্ষ্য ছিল। আমি দলের জন্য শেষপর্যন্ত খেলে যেতে চাই এবং এই স্কোর দ্বিগুণ করতে চাই। এখন আমি আগামিকালের জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে চাই। আমাকে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে উঠতে হবে।’

দ্বিতীয় দিনও ভালো ব্যাটিং করতে চান যশস্বী

Latest Videos

দ্বিতীয় দিনের লক্ষ্য সম্পর্কে যশস্বী বলেছেন, ‘পিচ ভিন্ন আচরণ করছে। সকালে পিচে কিছুটা জলীয় ভাব ছিল। পরে অবশ্য পিচ শুকনো হয়ে যায়। পুরনো বলে কিছুটা বাউন্স ছিল। রাহুল (দ্রাবিড়) স্যার ও রোহিত (শর্মা) ভাই আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছিলেন। তাঁরা আমাকে বড় ইনিংস খেলতে বলেন। তাঁরা আমাকে শেষপর্যন্ত ক্রিজেও থাকতে বলেন।’

টেস্টে প্রথম দ্বিশতরানের লক্ষ্যে যশস্বী

এখনও পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন যশস্বী। এরই মধ্যে ২টি শতরান করে ফেলেছেন এই তরুণ ব্যাটার। শনিবার হয়তো টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতরান করে ফেলবেন এই তরুণ ব্যাটার। তবে মাত্র কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, এরই মধ্যে পরিণত হয়ে উঠেছেন যশস্বী। তিনি ব্যক্তিগত সাফল্যের চেয়েও দলকে এগিয়ে রাখছেন। দলের প্রয়োজনের কথা ভেবেই ব্যাটিং করতে চাইছেন এই তরুণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: যশস্বী জয়সোয়ালের অর্ধশতরান, বড় স্কোরের লক্ষ্যে ভারত

Rishabh Pant: 'ধোনির সঙ্গে তুলনার চাপ নিতে পারতাম না, একা ঘরে গিয়ে কাঁদতাম,' জানালেন পন্থ

Sachin Tendulkar: তেন্ডুলকরের সঙ্গে দেখা সচিনের, তারপর? ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News