গত ম্যাচে অসমকে হারিয়ে এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেয়েছে বাংলা। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের শেষে চাপে মনোজ তিওয়ারির দল।
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিন ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না বাংলার বোলাররা। ইডেনের পিচ থেকে সাধারণত সাহায্য পান পেসাররা। বিশেষ করে দিনের প্রথম সেশনে তো বটেই। কিন্তু শুক্রবার সেরকম কিছু হল না। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ৩৩০। এদিন ৭৫ ওভার খেলা হয়েছে। তারই মধ্যে বড় স্কোর করে ফেলেছেন মুম্বইয়ের ব্যাটাররা। সর্বাধিক ৭২ রান করেছেন অধিনায়ক শিবম দুবে। সূর্যাংশ শেড়গে করেছেন ৭১ রান। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত তনুশ কোটিয়ান। ওপেনার পৃথ্বী শ করেছেন ৩৫ রান। অপর ওপেনার ভূপেন লালওয়ানি করেন ১৮ রান। হার্দিক তামোরে করেছেন ১৯ রান। উইকেটকিপার-ব্যাটার হার্দিক তামোরে করেছেন ৯ রান। ৪১ রান করে অপরাজিত অথর্ব আঙ্কোলেকর।
বাংলার বোলারদের ব্যর্থতা
এবারের রঞ্জি ট্রফিতে এর আগের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সোয়ালরা। কিন্তু ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিন তাঁরা বিশেষ সুবিধা করতে পারলেন না। ২৬ ওভার বোলিং করে ৮টি মেডেন-সহ ৯৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সূরজ। ১৫ ওভার বোলিং করে ৬টি মেডেন-সহ ৪৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কাইফ। ১৭ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ৭৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ঈশান পোড়েল। ১১ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র। ৪ ওভার বোলিং করে ৩৫ রান দেন করণ লাল। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ২ ওভার বোলিং করে ১৭ রান দিয়েছেন।
দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলা
কলকাতার আবহাওয়া এখনও শীতল। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। সকালে ও রাতে শিশির পড়ছে। শনিবার প্রথম সেশনে আবহাওয়ার সুযোগ নিতে চান বাংলার পেসাররা। মুম্বইকে যত দ্রুত সম্ভব অলআউট করে পাল্টা বড় স্কোর করাই বাংলার লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rishabh Pant: 'ধোনির সঙ্গে তুলনার চাপ নিতে পারতাম না, একা ঘরে গিয়ে কাঁদতাম,' জানালেন পন্থ
India Vs England: দ্বিশতরানের পথে যশস্বী জয়সোয়াল, ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট ভারতের
Sachin Tendulkar: তেন্ডুলকরের সঙ্গে দেখা সচিনের, তারপর? ভাইরাল ভিডিও