তিতাস, শ্বেতারা ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের হয়ে খেলবেন, আশায় মিতালি রাজ

ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত সিনিয়র দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

Web Desk - ANB | Published : Jan 30, 2023 9:52 AM IST / Updated: Jan 30 2023, 04:10 PM IST

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের যে সদস্য়রা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন, তাঁদের মধ্যে থেকে অন্তত ৩-৪ জন ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের হয়ে খেলবেন এবং সাফল্য পাবেন। এমনই আশা করছেন ভারতের সিনিয়র দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘স্পিনার ও সিমাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সিনিয়র পর্যায়ে এই দুই বিভাগেই আমাদের উন্নতি করতে হবে। দলে সবসময় একই বিভাগে একাধিক খেলোয়াড় থাকা এবং একটি শক্তিশালী দল তৈরি করা দরকার। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের সঙ্গে তুলনা করলে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ দলের মান, টেকনিক ও টেম্পারামেন্টের পার্থক্য আছে। এই খেলোয়াড়দের তৈরি করতে হবে আমাদের। আমি দক্ষিণ আফ্রিকায় আমাদের অনূর্ধ্ব-১৯ দলের যে খেলা দেখেছি, তাতে খুব খুশি হয়েছি। ওরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।’ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার পরশভী চোপড়া, ওপেনিং ব্যাটার শ্বেতা সেহরাওয়াত, পেসার তিতাস সাধু, অফস্পিনার অর্চনা দেবী ও বাঁ হাতি স্পিনার মন্নত কাশ্যপকে নিয়ে আশাবাদী মিতালি।

ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা জরুরি। ওদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। উইমেন প্রিমিয়ার লিগ ওদের প্রয়োজনীয় এক্সপোজার দেবে। আগামী ওডিআই বিশ্বকাপ হবে দেশের মাটিতে। আমরা এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারিনি। আমি নিশ্চিত, বিসিসিআই সিনিয়র পর্যায়ে সিনিয়র দলের বিশ্বকাপ জেতার উপর জোর দিচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন খেলোয়াড়কে নিশ্চয়ই সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে।’

শেফালি ভার্মা, রিচা ঘোষরা ইতিমধ্যেই সিনিয়র দলের হয়ে খেলেছেন। শ্বেতা, তিতাস, অর্চনা, মন্নতরাও ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলবেন বলে আশাবাদী মিতালি। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেফালিদের সঙ্গে কথা বলেছিলেন মিতালি। সে কথা স্মরণ করে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমি ওদের সঙ্গে টেকনিক্যাল ব্যাপারে কথাবার্তা বলেছিলাম। ওদের সঙ্গে আমি বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারেই কথা বলেছিলাম। ওরা আমাকে সে ব্যাপারেই নানা প্রশ্ন করছিল। এই মেয়েগুলির বয়স অনেক কম। দল ও ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই কারণেই মেয়েরা আমাকে অনেক প্রশ্ন করছিল। আমি সে ব্যাপারেই ওদের প্রয়োজনীয় পরামর্শ দিই। ওরা খুব তাড়াতাড়ি শিখতে পারে। এই পর্যায়ে ওদের প্রাণশক্তি অফুরন্ত। এই পর্যায়ে সেটাই স্বাভাবিক।’

উইমেন প্রিমিয়ার লিগ নিয়েও আশাবাদী মিতালি। তিনি বলেছেন, ‘আমি যখন অবসরের কথা ঘোষণা করি, তখন জানতাম আর খেলব না। এ বছরের মার্চে শেষপর্যন্ত উইমেন প্রিমিয়ার লিগ হচ্ছে। আমি এত বছর ধরে যা শিখেছি, সেই অভিজ্ঞতা মেয়েদের সঙ্গে ভাগ করে নেব।’

আরও পড়ুন-

শেফালি, তিতাসদের অভিনন্দন বিসিসিআই কর্তাদের, ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা

বোলারদের ভালোভাবে ব্যবহার করছেন অধিনায়ক হার্দিক, বললেন ভারতের বোলিং কোচ

রাজনন্দিনী কাপ ফাইনালে প্রধান অতিথি গেইল, বাঁধ ভাঙল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা

Share this article
click me!