সংক্ষিপ্ত
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শেফালি ভার্মা, তিতাস সাধুদের অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কারও ঘোষণা করেছে বিসিসিআই।
প্রথমবার মহিলা ক্রিকেটে বিশ্বসেরা ভারত। উচ্ছ্বসিত শেফালি ভার্মা, তিতাস সাধু, সৌম্যা তিওয়ারিরা। সারা ক্রিকেট দুনিয়া ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে। বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ, যুগ্মসচিব দেবজিৎ সাইকিয়া, কোষাধ্যক্ষ আশিস শেলার অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে শেফালিদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিতাস, শ্বেতা সেহরাওয়াত, অর্চনা দেবী, পরশভী চোপড়া, সৌম্যা, শেফালিরা এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এর আগে মহিলা ক্রিকেটের কোনও পর্যায়েই বিশ্বকাপ জিততে পারেনি ভারত। একাধিকবার ফাইনালে হেরে যান ঝুলন গোস্বামী, মিতালি রাজ, হরমনপ্রীত কউররা। এই প্রথম মহিলা ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। মহিলা ক্রিকেট নিয়ে দেশে আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। সাধারণ ক্রিকেটপ্রেমীরাও মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছেন। তিতাসদের নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক শেফালি বলেছেন, ‘এটা সবে শুরু। আমি এমন একজন ব্যক্তি যে একবার একটা কাজ নিয়েই ভাবি। আমি যখন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিই, তখন শুধু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার কথাই ভেবেছি। আমরা সেই বিশ্বকাপ জিতেছি। আমি এবার এই জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে সিনিয়র দলের হয়েও বিশ্বকাপ জিততে চাই। আমি এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কথা ভুলে যেতে চাই এবং সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জিততে চাই।’
ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বিসিসিআই সভাপতি বলছেন, ‘মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছি। দল ভয়হীন ক্রিকেট খেলেছে এবং ট্রফি জিতে ইতিহাস গড়েছে। এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। আমাদের দল দেশের আগামী দিনের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।’
বিসিসিআই সচিব বলেছেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে সারা দেশকে গর্বিত করেছে। শেফালি ভার্মার নেতৃত্বাধীন দল অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছে। বিসিসিআই সবসময় বয়সভিত্তিক ক্রিকেটকে গুরুত্ব দিয়ে এসেছে। বিশ্বকাপ জয় ফের দেখিয়ে দিল, ভারতে মহিলা ক্রিকেটের উন্নতি হচ্ছে। এই সাফল্য প্রমাণ করে দিচ্ছে, ভারতে প্রতিভার অভাব নেই। এবারই দেশে মহিলাদের প্রিমিয়ার লিগ চালু হচ্ছে। তার ফলে দেশে মহিলা ক্রিকেট নিয়ে উৎসাহ বেড়ে যাবে।’
আরও পড়ুন-
বোলারদের ভালোভাবে ব্যবহার করছেন অধিনায়ক হার্দিক, বললেন ভারতের বোলিং কোচ
রাজনন্দিনী কাপ ফাইনালে প্রধান অতিথি গেইল, বাঁধ ভাঙল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা
দ্বিতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সমতা ফেরাল ভারত