মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। অধিনায়ক শেফালি ভার্মা, বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ দলকে ভরসা দিচ্ছেন।
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকেও সহজেই হারিয়ে দিল ভারত। পরপর ২ ম্যাচে জয় পেয়ে ভালো জায়গায় পৌঁছে গেলেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। বুধবার পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে জয় পেলে ভারতের সুপার সিক্সে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। ভারতীয় দল যে ফর্মে আছে তাতে গ্রুপের শীর্ষে থেকেই সুপার সিক্সে যাওয়ার আশা বাড়ছে। এখন ২ ম্যাচে ভারতের পয়েন্ট ৪। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে ৬ পয়েন্ট পাবে ভারত। ফলে গ্রুপের শীর্ষে থাকবে ভারত। সুপার সিক্সে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ভারতের সেমি ফাইনালে যেতে সমস্যা হওয়ার কথা নয়। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছে ভারত। সেভাবেই খেলছেন লাবণ্য কেনি, অর্চনা সুপ্রিয়ারা। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে চায় ভারত।
সোমবার সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক তীর্থা সতীশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৩ উইকেটে ২১৯ রান করে। তখনই ম্যাচ জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান ওপেনার শ্বেতা সেহরাওয়াত, শেফালি, রিচা। ওপেনিং জুটিতে যোগ হয় ১১১ রান। শ্বেতা ৭৪ রান করেন। তাঁর ৪৯ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। শেফালি ছিলেন শ্বেতার চেয়েও বেশি আক্রমণাত্মক মেজাজে। তিনি মাত্র ৩৪ বলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। রিচা ২৯ বলে ৪৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। গঙ্গাডি তৃষা ১১ রান করেন। সোনিয়া মেন্ধিয়া ২ রান করে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৭ করেই থেমে যায় আমিরশাহি। ২৬ রান করেন মাহিকা গৌর। ২৪ রান করেন ওপেনার লাবণ্য। তীর্থা করেন ১৬ রান। এছাড়া আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ভারতের হয়ে ১ উইকেট করে নেন শবনম, তিতাস সাধু, মন্নত কাশ্যপ ও পর্শাভী চোপড়া।
এই প্রতিযোগিতায় টানা ২ ম্যাচে জয় পেয়ে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধেও জয় পেতে আত্মবিশ্বাসী দল।
আরও পড়ুন-
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই, হায়দরাবাদে পৌঁছে গেলেন বিরাটরা
২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস পেল ভায়াকম ১৮
আউটস্যুইংয়ে জোর দিয়েই সাফল্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ সাফল্যের পর জানালেন সিরাজ