
এ বছর শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। কিছুদিন পরেই শুরু হবে এই প্রতিযোগিতা। প্রথম মরসুমের প্রতিযোগিতার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। মহিলাদের আইপিএল-এর জন্য মিডিয়া রাইটস প্রাপক সংস্থার নাম ঘোষণা করল বিসিসিআই। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস পেল ভায়াকম ১৮। ৯৫১ কোটি টাকায় বিশ্বজুড়ে টেলিভিশনে মহিলাদের আইপিএল সম্প্রচার এবং ডিজিট্যাল মিডিয়ার স্বত্ব পেল ভায়াকম ১৮। প্রতি ম্যাচ বাবদ ৭.০৯ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই। মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটসের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। সোমবার মিডিয়া রাইটস প্রাপকের নাম ঘোষণা করল বিসিসিআই। যে সংস্থাগুলির পক্ষ থেকে মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটসের জন্য দরপত্র জমা দেওয়া হয়েছিল, সেই দরপত্রগুলি খতিয়ে দেখে ভায়াকম ১৮ সংস্থাকে মিডিয়া রাইটস দিল বিসিসিআই। এই মিডিয়া রাইটস থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে বিসিসিআই। পুরুষদের আইপিএল-এর মতোই মহিলাদের আইপিএল থেকেও লাভ হচ্ছে বিসিসিআই-এর।
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি রজার বিনি জানিয়েছেন, ‘৫ বছরের জন্য মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস পাওয়ায় ভায়াকম ১৮ সংস্থাকে অভিনন্দন জানাচ্ছি। গত কয়েক বছরে মহিলাদের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দেখা গিয়েছে ভারতে মহিলাদের ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মহিলাদের টি-২০ লিগ চালু করা দরকার ছিল। ক্রিকেটপ্রেমীরা যাতে মহিলাদের আরও ম্যাচ দেখার সুযোগ পান, সেটা নিশ্চিত করতে চাইছিলাম আমরা। মিডিয়া রাইটসের প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার জন্য আমি বিসিসিআই নেতৃত্বকে অভিনন্দন জানাতে চাই। প্রথম মরসুমের মহিলাদের আইপিএল-এর জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি।’
বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘মহিলাদের ক্রিকেটে বিপ্লব এনে দিচ্ছে এই লিগ। আমরা দারুণ সাড়া পাচ্ছি। এতে আমি শিহরিত। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই মহিলাদের ক্রিকেটে বিপ্লব আসছে। আমি বোর্ড ও মহিলা ক্রিকেটারদের কাছে এ বিষয়ে দায়বদ্ধতার কথা জানিয়েছিলাম। আজ আমরা বড় পদক্ষেপ নিতে পারলাম। খেলায় বড় ভূমিকা থাকে সম্প্রচারকারীদের। তাঁরাই দর্শকদের কাছে খেলা পৌঁছে দেন। লিগে সম্প্রচারকারীদের আগ্রহ দেখে বোঝা যাচ্ছে, মহিলাদের আইপিএল ঠিক পথেই এগিয়ে চলেছে। মিডিয়া রাইটস বাবদ প্রতি ম্যাচ থেকে ৭.০৯ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই। এর আগে কোনওদিন মহিলাদের ক্রিকেটে এত টাকা কেউ পায়নি। ৯৫১ কোটি টাকায় টিভি ও ডিজিট্যাল রাইটস পাওয়ায় ভায়াকম ১৮-কে আমি অভিনন্দন জানাচ্ছি।’
আরও পড়ুন-
আউটস্যুইংয়ে জোর দিয়েই সাফল্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ সাফল্যের পর জানালেন সিরাজ
কেরিয়ারে বদল এনে দিয়েছেন থ্রোডাউন স্পেশালিস্টরা, জানালেন বিরাট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করতে পারেন বিরাট কোহলি, আশাবাদী সুনীল গাভাসকর