ICC Women World Cup 2025: ২২ গজ তারকার জন্ম দেয়। বিশ্বকাপের মতো হাইভোল্টেজ মঞ্চে কঠিন লড়াই জিতে নেওয়ার তৃপ্তি আসলেই যেন সবকিছুকে ছাপিয়ে যায় (india vs australia women's world cup today)।
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার, আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বধ করে কার্যত, কান্নায় ভেঙে পড়েন জেমিমা। ভারত ২ উইকেট হারানোর পর, জেমিমার অনবদ্য লড়াই (ind vs aus world cup)।
ক্রিজ আঁকড়ে পড়ে থেকে হার না মানা সেই লড়াই এবং এক অবিস্মরণীয় ইনিংস। যে ইনিংসে ভর করে ঘুরে দাঁড়াল ভারত। একটু একটু করে লক্ষ্যমাত্রার দিকে এগোনো। যেখানে সমাজের নানাদিক থেকে মহিলাদের নিয়ে কটূক্তির খবর আসে, পিতৃতান্ত্রিকতার হুঙ্কারে যখন অনেক স্বপ্ন শেষ হয়ে যায়, তখন উদাহরণ হয়ে উঠে আসেন জেমিমারা। ইতিহাস স্পর্শ করেন তারা, লড়াইয়ের বার্তা দেন, জেদকে হারিয়ে যেতে না দিয়ে, জিততে চান তারা এবং চোখে চোখে রেখে জবাব দিয়ে যান। ‘আমরাও পারি'। কারণ, এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে, উভয়ই সমান।
অজিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনে চোখের জল তখন বাঁধ মানছিল না। ব্রডকাস্টের পিসিআর রুম বারবার তাঁকে খুঁজে নিচ্ছিল। ক্যামেরার ফোকাস যেন একদিকেই, ভারতের তারকা, দেশের তারকা জেমিমা রড্রিগেজ। মিডল অর্ডারে নামা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ‘মিস ডিপেন্ডবেল'।
বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ এমনিতেই বড় চ্যালেঞ্জ। তার উপর বিরাট রানের লক্ষ্যমাত্রা। কিন্তু বিসিসিআই যেন আক্ষরিক অর্থেই এমনভাবে ক্রিকেটারদের তৈরি করে, যেন তাদের মানসিকতাই বদলে যায়। জয়ের খিদে বেড়ে যায়। বজ্রকঠিন মস্তিস্কে একের পর এক বাউন্সার কিংবা স্পেলকে কড়া জবাব দিল ভারতের প্রমীলা বাহিনী।
কখনও কভার ড্রাইভ কিংবা কখনও লং অন দিয়ে চার মারছেন জেমিমা। গ্যালারি জুড়ে চিৎকার, উত্তাপ বাড়ছে ম্যাচের এবং সেই স্পিরিট বজায় রেখেই ভারতের জয় ছিনিয়ে আনলেন জেমিমা রড্রিগেজ। ১২৭ রানের বিধ্বংসী ইনিংস। মোট ১৪টি চার ছিল জেমিমার ইনিংসে। তাঁকে যোগ্য সঙ্গত করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৮৯ রান।
ম্যাচের পর বাবাকে জড়িয়ে ধরেন জেমিমা। গ্যালারি জুড়ে তখন ভারতীয় সমর্থকদের গর্জন। তারই মাঝে জেমিমা বললেন, "আমি আসলে আগে জানতামই না যে, তিন নম্বরে ব্যাট করতে নামব। আমি তখন স্নান করছিলাম। শুধু বলে রেখেছিলাম, একবার আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে আমাকে বলা হয়, আমি তিন নম্বরে ব্যাট করছি। এখন এই জয়টা স্বপ্নের মতো লাগছে। তবে সেই স্বপ্নটা এখনও শেষ হয়নি। মা-বাবা, কোচ এবং আমার উপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’’
এই উদাহরণ আসলে একটা একটা চ্যাপ্টার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।