
ICC Women World Cup 2025: মুম্বইতে বাজিমাতের অপেক্ষায় ভারত। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (icc world cup women 2025)। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, এই হাইভোল্টেজ ম্যাচে নামছে দুই দল (final world cup 2025 women)।
দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনী। আর সেই জয় এলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও থাকছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার। ভারতীয় পুরুষ দলের সমান হবে সেই পুরস্কারের সেই আর্থিক মূল্য।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ জয়ের পর, ১২৫ কোটি টাকা পুরস্কার পায় ভারতীয় ক্রিকেট দল। যে টিমের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। মোট ১৫ জনের দল, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেই টাকা।
এবার যদি ভারত মহিলা বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ কোটি টাকা পুরস্কার পাবে। বিসিসিআই সূত্রে এই কথা পিটিআইকে জানানো হয়েছে। এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “পুরুষ এবং মহিলা দলের জন্য সমান বেতন নীতিকে সমর্থন করে বিসিসিআই। তাই এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকেরই কৌতূহল যে, মেয়েরা যদি বিশ্বকাপ জেতে তাহলে তাদের কত টাকা পুরস্কার দেবে বোর্ড? তবে ট্রফি জেতার আগে ঘোষণা করাটা যুক্তিযুক্ত হবে না। কিন্তু এই কথা ঠিক যে, পুরুষদের তুলনায় কম কিছু হবে না।”
অতএব, দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে একদিকে যেমন প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনী। আর ঠিক সেইসঙ্গেই, এই জয় এলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও থাকছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার। ভারতীয় পুরুষ দলের সমান হবে সেই পুরস্কারের সেই আর্থিক মূল্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।