মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। বুধবার দ্বিতীয় ম্যাচ জিতে সেমি ফাইনালের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত।
রবিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে জয় পেলে সেমি ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে হরমনপ্রীত কউরের দল। গ্রুপ থেকে দু'টি দল সেমি ফাইনালে যাবে। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এখনও পয়েন্ট পায়নি। ফলে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড ও ভারত। গ্রুপের শীর্ষে থাকতে হলে সব ম্যাচই জিততে হবে ভারতীয় দলকে। রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছে ভারত। এই ম্যাচ জেতার জন্য পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি মন্ধানা। তাঁর আঙুলে চোট রয়েছে। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অনিশ্চিত এই তারকা ব্যাটার। ফলে ভারতীয় দলে বদলের সম্ভাবনা কম।
ভারতীয় দল যেখানে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করেছে, সেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয় ক্যারিবিয়ানদের। তারা প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে। ১৪.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে জেমাইমা, রিচা, শেফালি ভার্মারা যেমন ভালো ব্যাটিং করেছেন, তেমনই রাধা যাদব, দীপ্তি শর্মারা ভালো বোলিও করেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল। প্রথম ম্যাচে কেপ টাউনের নিউল্যান্ডসে খেলার পর দ্বিতীয় ম্যাচও এই স্টেডিয়ামেই খেলবে ভারত। সম্প্রতি ত্রিদেশীয় টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে ভারত। ফলে ক্যারিবিয়ানদের শক্তি ও দুর্বলতা ভালোভাবেই জানেন হরমনপ্রীত, জেমাইমারা। এর ফলে তাঁদের সুবিধা হতে পারে।
এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮টি ম্যাচ। ত্রিদেশীয় টি-২০ সিরিজে গ্রুপ লিগের ২ ম্যাচেই ক্যারিবিয়ানদের হারিয়ে দেয় ভারত। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড উন্নত করাই ভারতের লক্ষ্য।
ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে ভালো দর পেয়েছেন। ফলে দলের সবাই খুশি। সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জয়ই এখন রেণুকা সিং, পূজা বস্ত্রকরকদের লক্ষ্য।
আরও পড়ুন-
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, নিলামে দেড় কোটি টাকা পেয়ে মায়ের স্বপ্নপূরণ রেণুকার
রিচা-জেমাইমার অসাধারণ লড়াই, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত
উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি