সংক্ষিপ্ত

আগামী সপ্তাহে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। কয়েক মাস আগেই ভারতের পুরুষদের দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। রোহিত শর্মাদের সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন শেফালি ভার্মারা।

টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতের পুরুষদের দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ মহিলা দলের ওপেনার শেফালি ভার্মা। এই তরুণী রোহিতের ব্যাটিং দেখে শেখার চেষ্টা করেন। শেফালিও রোহিতের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করেন। কয়েক মাস আগে পুরুষদের টি-২০ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত। এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে একইরকম পারফরম্যান্স দেখিয়ে ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে চান শেফালি। তিনি দলের বাকিদের সঙ্গে টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি মানসিকভাবেও তৈরি হচ্ছেন শেফালি। ভালো পারফরম্যান্সই তাঁর একমাত্র লক্ষ্য।

রোহিতকে দেখে অনুপ্রাণিত শেফালি

মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে এক ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেছেন, 'অনুপ্রেরণার কথা বললে আমি রোহিত শর্মাকে বেছে নেব। কারণ, তিনি যেভাবে পাওয়ার প্লে কাজে লাগান, তা দেখা স্মরণীয় হয়ে থাকে। বিশ্বকাপেও ২-৩টি ইনিংসের কথা আমার মনে আছে। তিনি যেভাবে পাওয়ারপ্লে কাজে লাগান, তা দেখতে আমার সবসময় ভালো লাগে।' রোহিতের পাশাপাশি অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলির পারফরম্যান্সেও অনুপ্রাণিত শেফালি। তিনি এবারের টি-২০ বিশ্বকাপে পাওয়ারপ্লে কাজে লাগাতে চান।

৪ বছর আগের হতাশা মুছতে চান শেফালি

২০২০ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান শেফালি। সেবারই প্রথম মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছয় ভারতের সিনিয়র দল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। এরপর ২০২৩ সালে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে যায় ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন হয়। এবার হিলিদের হারিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই শেফালির লক্ষ্য। সেই লক্ষ্যে তৈরি হচ্ছেন এই তরুণী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা

'রোহিত শর্মার মতো খেলোয়াড় থাকলে আম্পায়ারিং সহজ,' জানালেন আম্পায়ার অনিল চৌধুরী

টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা-জয় শাহ