আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

শুক্রবার কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তার ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান।

ভারতের বিরুদ্ধে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। শুক্রবার কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তার আগে অবসর ঘোষণা করে দিলেন শাকিব। বৃহস্পতিবার কানপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব বলেন, ‘আমার মনে হচ্ছে, দেশের মাটিতে অনুরাগীদের সামনে আমার টেস্ট কেরিয়ার শেষ করা ভালো। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এই ফর্ম্যাটে শেষ ম্যাচ দেশের মাটিতেই খেলতে চাই।’ ভারতের বিরুদ্ধে সিরিজের পর শাকিব বাংলাদেশে ফিরবেন কি না, সে বিষয়ে বুধবার পর্যন্ত সংশয় ছিল। কারণ, ঢাকার থানায় শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন এই ক্রিকেটার। তবে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে ফিরলে হয়তো তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না পুলিশ। সেই আশাই করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

১৭ বছর টেস্ট ক্রিকেট খেলার পর অবসর শাকিবের

Latest Videos

২০০৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শাকিবের। ১৭ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের স্তম্ভ হয়ে থেকেছেন এই অলরাউন্ডার। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪,৫০০-এর বেশি রান করার পাশাপাশি ২৩০-এর বেশি উইকেট নিয়েছেন শাকিব। তিনি অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। বিশ্বের অন্যতম অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাকিব। তিনিই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়েছেন। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শ শাকিব

টি-২০ ফর্ম্যাট থেকেও অবসর

টেস্টের পাশাপাশি বাংলাদেশের হয়ে আর টি-২০ ফর্ম্যাটেও খেলবেন না শাকিব। তিনি ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগেই এই ফর্ম্যাট থেকেও অবসর ঘোষণা করে দিলেন। এই অলরাউন্ডার বলেছেন, ‘আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে আমার অধ্যায় স্মরণীয়। কিন্তু এবার পরবর্তী প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়ার সময় এসেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেস্টে প্রত্যাবর্তনেই শতরান, আইসিসি র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ঋষভ পন্থ

৬ অক্টোবর গোয়ালিয়র বনধের ডাক, 'ভারত-বাংলাদেশ ম্যাচ হতে দেব না,' হুঁশিয়ারি হিন্দু মহাসভার

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia