অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই, জিতলেই মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত

Published : Oct 13, 2024, 12:10 PM ISTUpdated : Oct 13, 2024, 12:51 PM IST
Harmanpreet Kaur

সংক্ষিপ্ত

মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছেন হরমনপ্রীত কউররা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের অনেক কীর্তি আছে। এবার এই স্টেডিয়ামে নতুন রূপকথা লেখার লক্ষ্যে হরমনপ্রীত কউররা। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে লিগ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিততে পারলে রিচা ঘোষ, স্মৃতি মন্ধানাদের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই অত্যন্ত কঠিন। ২০২০ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এরপর ২০২৩ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ফের অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এবার সেই হারের বদলা নেওয়াই দীপ্তি শর্মা, রেণুকা সিং ঠাকুরদের লক্ষ্য।

সেমি-ফাইনালের লক্ষ্যে আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা

এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে যায় ভারত। তবে এই হারের ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। গত ম্যাচে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে নেট রান রেট বেড়ে হয়েছে +০.৫৭৬। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে নেট রান রেটে পিছিয়ে ছিল ভারত। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এখন ভালো জায়গায় হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সেমি-ফাইনালে জায়গা করে নেবে ভারত।

শারজায় সুবিধা হবে ভারতের?

চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত শারজায় কোনও ম্যাচ খেলেনি ভারত। তবে তাতে সমস্যা হওয়ার কথা নয়। কারণ, শারজার পিচ মন্থর, বল নিচু হচ্ছে। স্পিনাররা পিচ থেকে সহায়তা পাচ্ছেন। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যা হতে পারে। ভারতীয় দল রবিবার অতিরিক্ত স্পিনার খেলাতে পারে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি ও পেসার তাইলা ভ্ল্যামিনকের চোট আছে। তাঁরা রবিবারের ম্যাচে অনিশ্চিত। ফলে ভারতের সুবিধা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন শেফালিদের, পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা, মহিলাদের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই হার ভারতের

বিশ্বের সেরা ১০ জন সুন্দরী মহিলা ক্রিকেটারের তালিকায় কারা জায়গা পেলেন? দেখে নিন

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?