তৃতীয় টি-২০ ম্যাচে রেকর্ড গড়ে ১৩৩ রানে জয়, বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট, ৩ টি-২০ ম্যাচের সিরিজ খেলল ভারত। সব ম্যাচেই সহজ জয় পেল ভারতীয় দল। বাংলাদেশ কোনওরকম লড়াই করতে পারল না।

হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ১৩৩ রানে জয় পেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৯৭ করে ভারত। জবাবে ৭ উইকেটে ১৬৪ রান করেই থেমে গেল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র যে কোনও পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বাধিক রান করার রেকর্ড গড়ল ভারতীয় দল। মাত্র ৩ রানের জন্য আইসিসি-র প্রথম পূর্ণ সদস্য দেশ হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩০০ রান করার নজির গড়তে পারল না ভারত। তবে এই নজির গড়তে না পারলেও, শনিবার হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সঞ্জু স্যামসনরা যে পারফরম্যান্স দেখালেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

ব্যাটিং তাণ্ডবে জয় ভারতের

Latest Videos

শনিবার ভারতের ইনিংসের মাঝামাঝি সময়েই জয় নিশ্চিত হয়ে যায়। দলের ২৩ রানের মাথায় ওপেনার অভিষেক শর্মা (৪) আউট হয়ে যাওয়ার পর ২২ গজে তাণ্ডব শুরু করেন সঞ্জু ও সূর্যকুমার যাদব। তাঁদের জুটিতে ১৭৩ রান যোগ হয়। সঞ্জু ৪৭ বলে ১১১ রান করেন। ৩৫ বলে ৭৫ রান করেন সূর্যকুমার। ১৩ বলে ৩৪ রান করেন রিয়ান পরাগ। ১৮ বলে ৪৭ রান করেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের পক্ষে টি-২০ ম্যাচে ২৯৮ রান তুলে জয় পাওয়া সম্ভব ছিল না। ভারতের রানের ধারেকাছেও পৌঁছতে পারল না বাংলাদেশ।

হৃদয়-লিটনের লড়াই

বাংলাদেশের হয়ে লড়াই করলেন শুধু তাওহিদ হৃদয় ও লিটন দাস। ২৫ বলে ৪২ রান করেন লিটন। ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন হৃদয়। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন ময়াঙ্ক যাদব। ১ উইকেট করে নেন ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই,' সঞ্জুদের তাণ্ডবে বিধ্বস্ত বাংলাদেশ

২২ গজে ব্যাটারদের 'গ্রেফতার' করেন, তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্বে মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে না-ও খেলতে পারেন রোহিত শর্মা, কারণ কী?

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার