ICC Women's World Cup 2025: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতের, সুযোগ পেলেন কারা?

Published : Aug 19, 2025, 06:23 PM IST
INDIAN WOMEN CRICKET TEAM

সংক্ষিপ্ত

ICC Women's World Cup 2025: বাংলা থেকে দলে জায়গা পেয়েছেন রিচা ঘোষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়েও একই দল খেলতে নামবে। 

ICC Women's World Cup 2025: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই (icc women's world cup 2025 india squad players list)। এই ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে সুযোগ পেলেন না শেফালি ভার্মা (icc women's world cup 2025)। 

বাংলা থেকে দলে জায়গা পেয়েছেন রিচা ঘোষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়েও একই দল খেলতে নামবে। অন্যদিকে, চোট সারিয়ে দলে ফিরলেন পেস বোলার রেণুকা সিং। উল্লেখ্য, ডব্লিউপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। তবে সেই চোট গুরুতর না হলেও, একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে রাখা হয় টিম ম্যানেজমেন্টের তরফে। 

বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তবে এই মুহূর্তে এখন ম্যাচ খেলার জন্য তিনি পুরোপুরি তৈরি। আর সেইজন্যই তাঁকে একদিনের বিশ্বকাপের দলে রাখা হয়েছে। 

মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল 

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।

স্ট্যান্ডবাই: তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি এবং সায়ালি সাতঘরে।

তবে বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা তারকাদেরই রাখা হয়েছে দলে। তবে শেফালিকে স্ট্যান্ডবাই হিসেবেও না রাখা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে মহিলা ক্রিকেট দলের প্রধান নির্বাচক নীতু ডেভিড জানিয়েছেন, “শেফালি আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। ওর পারফরফম্যান্সের দিকে আমাদের সর্বদা নজর রয়েছে। বিশ্বকাপের দলে না থাকলেও, অদূর ভবিষ্যতে আমরা ওর কথা বিবেচনা করে দেখতেই পারি। শেফালির দক্ষতা নিয়ে আমাদের কারও কোনও সংশয় নেই।" 

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ 

প্রথম দিনই মাঠে নামবে ভারত। হরমনপ্রীতদের প্রথম প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা। আগামী ৫ অক্টোবর, পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে