
Jasprit Bumrah: এশিয়া কাপে (Asia Cup 2025) খেলবেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) ফিটনেস সংক্রান্ত সমস্যা, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সব টেস্ট ম্যাচে খেলেননি এই পেসার। তিনি চোট পাওয়ায় সিরিজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসেন। ফলে এশিয়া কাপে বুমরা খেলবেন কি না, সে বিষয়ে সংশয় ছিল। তবে রবিবার জানা গেল, প্রধান নির্বাচক অজিত আগরকরকে বুমরা জানিয়ে দিয়েছেন, তিনি সম্পূর্ণ ফিট এবং এশিয়া কাপে খেলতে চান। মঙ্গলবার মুম্বইয়ে বৈঠকে বসতে পারেন নির্বাচকরা। সেদিনই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হবে। তার আগে বুমরার ফিটনেস সংক্রান্ত খবর ভারতীয় ক্রিকেট মহলে আশার সঞ্চার করেছে। এই পেসারের অনুপস্থিতিতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। বুমরা দলে ফিরলে ভারতের বোলিং লাইনআপের শক্তি বাড়বে।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (Men's T20 World Cup 2024) খেলার পর থেকে আর ভারতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে খেলেননি জসপ্রীত বুমরা। দীর্ঘদিন পর ভারতের টি-২০ দলে ফিরছেন এই পেসার। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছুদিন ধরেই আলোচনা, তর্ক-বিতর্ক চলছে। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটারদের আর বাছাই করে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে না। ফিট থাকলে যাঁরা দলে থাকবেন তাঁদেরই খেলতে হবে। এই কারণেই হয়তো এশিয়া কাপে খেলতে তৈরি বলে জানিয়ে দিয়েছেন বুমরা। তাঁর দলে ফেরা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো দিক।
এবারের এশিয়া কাপে ভারতের গ্রুপে আছে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান (Oman) ও পাকিস্তান (Pakistan)। ফলে বুমরা সব ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নিশ্চিতভাবেই খেলবেন এই পেসার। গ্রুপের বাকি দুই ম্যাচে তিনি বিশ্রাম নিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।