ICC World Cup 2023: ওয়ান ডে ম্যাচে প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন কে? জেনে নিন এক ক্লিকে

জানেন কি প্রথম একদিনের জ্রিকেটে পথম ছয় কে মেরেছিলেম?

 

২০২৩ সালের বিশ্বকাপে শুরু থেকেই দূর্দান্ত ফর্মে ভারত। একের পর এক প্রতিদ্বনন্দিতায় জমে উঠেছে এক দিনের ক্রিকেট। ঘরের মাঠে একের পর এক ছক্কা হাঁকাচ্ছন ভারতীয় ক্রিকেট তারকারা। তবে জানেন কি প্রথম একদিনের জ্রিকেটে পথম ছয় কে মেরেছিলেম?

সালটা ১৯৭১, ৫ জানুয়ারি ক্রিকেটের ইতিহাসে তৈরি হয়েছিল রেকর্ড। এদিনই আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচ। মুখোমুখি দুউ বাঘা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্নে আয়োজিত হয়েছিল এই ম্যাচ। তবে প্রথম ম্যাচ তো তাতে কী? প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচেই মেলবোর্নের স্টেডিয়াম সাক্ষী থেকেছিল ছয়ের। প্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচেই ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মহাতারকা ইয়ান চ্যাপেল। তাঁর হাতেই প্রথম ছয় আসে ওয়ানডে ক্রিকেটের ঝুলিতে। ইংল্যান্ডের রে ইলিংঅর্থের বলে একবারে ওডিআই ক্রিকেটে প্রথম বাউন্ডারি পার করেছিলেন ইয়ান চ্যাপেল। ইতিহাসের পাতায় আজও অমলিন চ্যাপেলের নাম।

Latest Videos

 

 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari